পশ্চিমবঙ্গ

west bengal

Illegal Arms Seized : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা, বেআইনি অস্ত্র উদ্ধার বারাসত জেলা পুলিশের

By

Published : Mar 26, 2022, 4:14 PM IST

বেআইনি অস্ত্র উদ্ধার করতে 10 দিন ধরে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ (West Bengal Police) ৷

barasat arms recovered
বেইনি অস্ত্র উদ্ধার বারাসত জেলা পুলিশের

বারাসত, 26 মার্চ: বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে দাঁড়িয়ে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র, বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee orders) ৷ তাঁর এই নির্দেশের পরই বিভিন্ন জেলায় তৎপরতা শুরু হয়েছে পুলিশের ৷ যার থেকে ব্যতিক্রম নয় বারাসত জেলা পুলিশও । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই উত্তর 24 পরগনা জেলার পুলিশ কর্তাদের তৎপরতা চোখে পড়ার মতো ৷ পরপর দু'দিনে বারাসত, দত্তপুকুর, হাবরা, অশোকনগর, দেগঙ্গা, আমডাঙা প্রভৃতি থানা এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার হয়েছে (Barasat police seized illegal arms and ammunition) ৷ মোট সাত কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷

রামপুরহাট কাণ্ডের পরই অস্ত্র উদ্ধারে কড়া পদক্ষেপ করতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এর পরেই প্রত্যেক জেলা পুলিশের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয় রাজ্য পুলিশের তরফে ৷ 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধারে স্পেশাল ড্রাইভ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজির তরফ থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারটের পুলিশ কমিশনারের কাছে এই সংক্রান্ত নির্দেশের কপি এসে পৌঁছায় দু'দিন আগেই ৷ এরপরই বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ।

আরও পড়ুন : বীরভূমের মারগ্রামে উদ্ধার 200টি বোমা

বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকরী করতে স্পষ্ট বার্তা দেওয়া হয় । নির্দেশ পেয়েই সক্রিয় হয়ে ওঠেন বারাসত পুলিশ জেলার অন্তর্গত প্রতিটি থানার আইসি এবং ওসি-রা। পরপর দু'দিনে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র,বোমা ও বন্দুক উদ্ধার হয় । শুধু বোমা এবং বন্দুক উদ্ধারই নয়, বিশেষ অভিযান চালিয়ে সাত কুখ্যাত দুষ্কৃতীকেও পাকড়াও করা হয়েছে । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত ও লাগোয়া দত্তপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। একই সঙ্গে হাবরা, দেগঙ্গা ও আমডাঙা থানা এলাকা থেকে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । অশোকনগরে আবার উদ্ধার হয়েছে ৩টি বোমা । সবমিলিয়ে, এই সমস্ত থানা এলাকা থেকে মোট 8টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ ও 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ । গ্রেফতার হয়েছে সাত কুখ্যাত দুষ্কৃতীকে । এই প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন,"এই ধরণের অভিযান লাগাতার চলবে। বিভিন্ন থানা এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করাই হবে অভিযানের মূল লক্ষ্য"।

ABOUT THE AUTHOR

...view details