পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Park Corruption in Barasat: বারাসতের কোটি টাকার পার্ক দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে বিজেপি'র বিক্ষোভ - park corruption agitation on bjp

বারাসতের কোটি টাকার পার্ক দুর্নীতিকাণ্ডে পথে নামল গেরুয়া শিবির (Park Corruption in Barasat)। মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে মিছিল করে বিক্ষোভও দেখান সিরাজ উদ্যান পার্কের সামনে । প্রায় 1 ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ৷

Park Corruption in Barasat
পার্ক দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে বিজেপি

By

Published : Feb 21, 2023, 10:56 PM IST

পার্ক দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে মাঠে নামল বিজেপি

বারাসত, 21 ফেব্রুযারি:বারাসতের পার্ক দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার বিক্ষোভ গেরুয়া শিবিরের (park corruption agitation on bjp)। এদিনই প্ল্যাকার্ড হাতে মিছিল করে সিরাজ উদ্যান পার্কের সামনে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই পার্কের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল । প্রায় ঘণ্টা খানেক প্রতিবাদ করে তারা ৷ এই পার্ক দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ না-নেওয়া হলে আগামিদিনে পৌরসভা অভিযানের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব । পার্ক দুর্নীতিকাণ্ডের খবর প্রথম প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে ৷ তারপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ এবার পথ নামল বিরোধীরা ৷

উত্তর 24 পরগনার জেলাসদর বারাসত চাঁপাডালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাতে রয়েছে ঐতিহ্যবাহী সিরাজ উদ‍্যান পার্ক । রক্ষণাবেক্ষণের অভাবে আপাতত পার্কটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । আর তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। টেন্ডার নিয়ে অসচ্ছতার অভিযোগও । পার্কের বরাতকারী সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে বিভিন্ন রাইডস এবং সৌন্দর্যায়নের অভিযোগ উঠেছে । প্রায় কোটি টাকার এই দুর্নীতিতে আবার নাম জড়িয়েছে বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূলের প্রবীণ নেতা সুনীল মুখোপাধ্যায়ের । তাঁর ভূমিকা খতিয়ে দেখতে এবং বরাতকারী সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যে পৌরসভার তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে । সিরাজ উদ‍্যান পার্কের সেই কোটি টাকার দুর্নীতির খবর সবার প্রথমে তুলে ধরেছিল ইটিভি ভারত ।

পিঠ বাঁচাতে পালটা পুকুর ভরাটের অভিযোগ এনেছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় । তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন তুলে নাম না করে পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়কে নিশানাও করেছিলেন তিনি । তারই মধ্যে ইটিভি ভারতে প্রকাশিত খবরে জেরে পার্ক দুর্নীতিকাণ্ডে আন্দোলনে নামল পদ্মশিবির । পুকুর ভরাটের বিরুদ্ধেও পৌর কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে এদিন সরব হয়েছেন আন্দোলনকারীরা।

এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "আপনারই প্রথম সিরাজ উদ্যান পার্কের টেন্ডার দুর্নীতির খবর তুলে ধরেছিলেন । সেই খবর দেখে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, এই দুর্নীতির পরিমাণ সাড়ে 3 কোটি টাকা থেকে প্রায় 4 কোটি টাকা । জনগণের করের টাকায় আমোদ প্রমোদের জন্য পার্ক তৈরি হচ্ছে । অথচ, সেই টাকার কাটমানি খেয়ে ফুলে ফেঁপে উঠছেন শাসকদলের নেতারা । এর বিরুদ্ধেই এদিন আমরা পথে নেমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি । এই দুর্নীতির দায় কোনওভাবে অস্বীকার করতে পারেন না পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান । তাঁদেরও শাস্তির দাবি জানাচ্ছি আমরা ।"

তিনি আরও বলেন, "প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় পুকুর ভরাট নিয়ে যে চাঞ্চল্যকর অভিযোগ করেছে । তারও তদন্ত হওয়া উচিত । কারণ, বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় পৌর বোর্ডে আসার পর থেকেই বারাসতে একের পর এক পুকুর ভরাট হয়েছে । অথচ, আশ্চর্যজনকভাবে প্রতিটি ক্ষেত্রেই তিনি নীরব ছিলেন । তাই, তাঁর ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে বলে মনে করছি ।"

আরও পড়ুন:বারাসতের পার্ক দুর্নীতি-কাণ্ডে প্রকাশ্য দ্বন্দ্ব পৌরসভার প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের !

যদিও এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় অবশ্য কিছু প্রতিক্রিয়া দেননি ৷ তবে পৌরসভার ভাইস চেয়ারম্যান ও জেলা তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত বলেন, "বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করতেই পারে । তাতে কোনও অসুবিধে নেই । কিন্তু, যে ইস্যুতে তাঁরা পথে নেমেছে তা সঠিক নয় । তদন্ত কমিটি করা হয়েছে ঠিকই । তবে সেটা পার্কের ত্রুটি বিচ্যুতির অভিযোগ ওঠায় । কোথাও কিছু হয়ে থাকলে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেছে বর্তমান পৌরবোর্ড । বিজেপি অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করছে । যারা নিজেরাই পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত । তারা অন‍্যকেও চোর ভাবে । চোর বলে চিৎকার করতে থাকে । ওদের কথার কোনও গুরুত্ব নেই ।"

ABOUT THE AUTHOR

...view details