পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালী পুজোয় বায়ো-টয়লেটে বসাবে বারাসত পৌরসভা - barsat news

কালী পুজোর জন্য বারাসতের খ্যাতি বিশ্বজুড়ে ৷ এক একটি মণ্ডপে দীর্ঘ লাইন পড়ে ৷ প্রতিমা দর্শন করতে আসেন প্রবীণরাও ৷ মহিলারাও থাকেন৷ এইসব বিবেচনা করেই কয়েক বছর ধরে বায়ো-টয়লেটের ভাবনা চলছিল ৷ গত বছর থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় ৷ গত বছরে বারাসতের চাঁপাডালি মোড় ও কলোনি মোড়ে দুটি বায়ো-টয়লেট করা হয়েছিল । এই বছর বায়ো-টয়লেট বসানো হবে হরিতলা মোড় এবং কলোনি মোড়ে ।

kali pujo

By

Published : Oct 25, 2019, 8:47 PM IST

বারাসত, 25 অক্টোবর : কালী পুজোয় জনবহুল মণ্ডপ চত্বরে বায়ো-টয়লেট বসানোর পরিকল্পনা করছে বারাসত পৌরসভা ৷ দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পৌরসভার এই পদক্ষেপ ৷

কালী পুজোর জন্য বারাসতের খ্যাতি বিশ্বজুড়ে ৷ এক একটি মণ্ডপে দীর্ঘ লাইন পড়ে ৷ প্রতিমা দর্শন করতে আসেন প্রবীণরাও ৷ মহিলার থাকেন৷ এইসব বিবেচনা করেই কয়েক বছর ধরে বায়ো-টয়লেটের ভাবনা চলছিল ৷ গত বছর থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয় ৷ গত বছরে বারাসতের চাঁপাডালি মোড় ও কলোনি মোড়ে দুটি বায়ো-টয়লেট করা হয়েছিল । এই বছর বায়ো-টয়লেট বসানো হবে হরিতলা মোড় এবং কলোনি মোড়ে ।

দেখুন ভিডিয়ো...

বারাসতের চাঁপাডালি, হরিতলা, ডাকবাংলো ও কলোনি মোড় চত্বরে রয়েছে সুলভ শৌচালয় ৷ কিন্তু উৎসবের দিনগুলোতে তা যথেষ্ট নয় । সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের ৷ এতে পরিবেশও নষ্ট হয় ।

বারাসতের পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, "বিগত বছরে কালী পুজোর সময় বারাসত চাঁপাডালি ও কলোনি মোড়ে দুটি বায়ো-টয়লেট করা হয়েছিল । এবার চাঁপাডালি মোড়ে থাকবে না বায়ো-টয়লেট । সেখানে সুলভ শৌচালয় আছে । পুজোর ক'দিন বিনামূল্যে তার পরিষেবা দেওয়া হবে । বায়ো-টয়লেট থাকবে হরিতলা মোড়ে । যদিও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম । আমরা আরও কয়েকটির ব্যবস্থা করার চেষ্টা করব । সব পুজো কমিটিকে এগিয়ে আসতে হবে । পুজো উদ্যোক্তারাও তাতে সম্মতি জানিয়েছেন । তাঁরাও মণ্ডপ চত্বরে বায়ো-টয়লেট বসাবেন বলে আশ্বাস দিয়েছেন । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details