বারাসত, 25 এপ্রিল : ব্যাপক হারে বাড়তে থাকা কোভিড সংক্রমণের আতঙ্কে কার্যত দিশেহারা সাধারণ মানুষ । কোথাও অক্সিজেনের ঘাটতি, আবার কোথাও পর্যাপ্ত ওষুধ এবং বেড অপ্রতুল । এমনই বেলাগাম পরিস্থিতিতে সংক্রমিত বাসিন্দাদের পাশে দাঁড়াতে ফের সেফ হোম চালুর উদ্যোগ নিল বারাসত পৌর কর্তৃপক্ষ । পৌরসভা সংলগ্ন বারাসত স্টেডিয়ামের পিছনে সুসজ্জিত হর্টিকালচার ভবনটিকে সেফ হোম হিসেবে ব্যবহার করা হচ্ছে। থাকছে 100 শয্যার বেড । তার মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে পৌরসভা সূত্রে ।
100 শয্যা বিশিষ্ট ওই সেফ হোম আপাতত চালু হতে চলেছে 50 শয্যা দিয়েই । আর তা বুধবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । রবিবার সকালে প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ও প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অশনি মুখোপাধ্যায় সরকারি ওই হর্টিকালচার ভবনটি সেফ হোম-এর জন্য পরিদর্শন করেন । সোমবার ওই সেফ হোম পরিদর্শন করার কথা রয়েছে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের । যাওয়ার কথা বারাসতের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বারাসত জেলা হাসপাতালের সুপার ডা: সুব্রত মণ্ডলের । তাঁদের পরিদর্শনের পর সবুজ সংকেত মিললেই সেটি খুলে দেওয়া হবে করোনা সংক্রমিতদের জন্য ।