পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করল বারাসত পৌরসভা - ভুয়ো ভ্যাকসিনেশন

বারাসতে স্বাস্থ্য দফতরের অনুমতি না নিয়ে তিনটি ক্লাবের বিরুদ্ধে করোনার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ৷ বারাসত পৌরসভার তরফে সেই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যদিও, ক্লাবগুলির দাবি, কোনও এক বেসরকারি হাসপাতাল এই ক্যাম্প করেছে ৷ তারা কেবল পরিকাঠামো গত দিক দিয়ে সাহায্য করেছে ৷

করোনার ভ্যাকসিন
করোনার ভ্যাকসিন

By

Published : Jun 25, 2021, 10:21 PM IST

Updated : Jun 25, 2021, 10:30 PM IST

বারাসত, 25 জুন : কসবার ভুয়ো ভ্যাকসিনেশনের রেশ কাটেনি এখনও । তারই মধ্যে স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া করোনার ভ্যাকসিনেশন ক্যাম্প করার অভিযোগ উঠেছে বারাসতের তিনটি ক্লাবের বিরুদ্ধে । খবর পেয়ে বারাসত পৌরসভার আধিকারিকরা সেখানে গিয়ে ভ্যাকসিনেশনের ওই ক্যাম্প বন্ধ করে দেয় । পৌরসভার তরফে জানানো হয়েছে, বিনা অনুমতিতে টাকা নিয়ে অগ্রদূত, চড়কডাঙা যুবগোষ্ঠী এবং ব্রতী সংঘ নামে তিনটি ক্লাব ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিল । তার প্রমাণও মিলেছে হাতেনাতে । ক্লাব কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতরের কোনও অনুমতিপত্র বা নথি দেখাতে পারেনি । তাই, সেখানে ভ্যাকসিনেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে ৷ যদিও, এই ভ্যাকসিনেশন ক্যাম্প করার দায় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়েছেন ক্লাবের সদস্যরা ।

কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । যা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা পৌরনিগমের ভূমিকা । ভ্যাকসিনেশনের নামে দেবাঞ্জন যে ভুয়ো ক্যাম্প চালাচ্ছিলেন, তা পুলিশের তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বারাসতেও কসবাকাণ্ডের ছায়া ৷ তবে, এখানে টাকা নিয়ে ভ্যাকসিনেশন হচ্ছিল বলে জানা গিয়েছে । তার জন্য জেলা স্বাস্থ্য দফতর কিংবা পৌরসভা কারও কোনও অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । জানা গেছে, বারাসতের তিনটি ক্লাব অগ্রদূত, চড়কডাঙা যুবগোষ্ঠী এবং ব্রতী সংঘ বিনা অনুমতিতে এই টিকাকরণ ক্যাম্পের আয়োজন করেছিল । এর মধ্যে অগ্রদূত ক্লাব শুক্রবার টাকার বিনিময়ে ক্যাম্প থেকে ভ্যাকসিন দেয় এলাকার সাধারণ মানুষকে । বাকি দু’টি ক্লাবের তরফে শনিবার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ৷ তার আগেই খবর পেয়ে ভ্যাকসিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে বারাসত পৌরসভার তরফে । ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে জেলাসদর বারাসতে ।

এই বিষয়ে পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, ‘‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কেন তারা অনুমতি ছাড়া ভ্যাকসিনেশন ক্যাম্প করছেন ? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তারা । তাই আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করে দিয়েছি । জানতে পেরেছি ক্লাব কর্তৃপক্ষ টাকা নিয়ে এই ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিল । বেসরকারিভাবে কোনও টিকাকরণ কর্মসূচি হাতে নিতে হলে, আগে স্বাস্থ্য দফতরের অনুমতি নিতে লাগবে । সেটা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে’’ ৷

আরও পড়ুন : Fake Vaccination Case: নবান্নের স্ট্যাম্প জাল করে চাকরির বিজ্ঞাপন, 90 লাখ আত্মসাত্ দেবাঞ্জনের !

এদিকে, টিকাকরণ ক্যাম্পের জন্য ক্লাবগুলি যে স্বাস্থ্য দফতরের থেকে আলাদাভাবে কোনও অনুমতি নেয়নি ৷ তা কার্যত স্বীকার করে নিয়েছেন অগ্রদূত ক্লাবের কর্মকর্তা রূপক সাহা ।তিনি বলেন, যে বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্প চলছিল, তারাই যাবতীয় অনুমতি নিয়েছিল । ভ্যাকসিনেশন ক্যাম্পের জন্য তারা শুধু পরিকাঠামো দিয়ে সহযোগিতা করেছে । ভ্যাকসিনের জন্য টাকা নেওয়া, সার্টিফিকেট প্রদান করা সবই ব্যবস্থা করা হয়েছিল ওই বেসরকারি হাসপাতালের তরফে । ওই ক্লাবকর্তার মতে কসবাকাণ্ডের জেরেই সম্ভবত বারাসত পৌরসভা ভ্যাকসিনেশন ক্যাম্প বন্ধ করে দিয়েছে ।

Last Updated : Jun 25, 2021, 10:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details