বারাসত পৌরসভার চেয়ারম্যানকে নিশানা প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের বারাসত, 26 ফেব্রুয়ারি: "ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে ৷" এবার বেআইনি পুকুর ভরাট নিয়ে বর্তমান পৌরবোর্ডের দিকে এভাবেই আঙুল তুললেন বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুনীল মুখোপাধ্যায় (Barasat Municipality Chairman Ashani Mukherjee Targets by Ex-Chairman) ৷ এই ইস্যুতে শনিবার ফের ইটিভি ভারতের সামনে মুখ খুলেছেন তিনি ৷ সুনীল মুখোপাধ্যায় জানিয়েছেন, পুকুর ভরাট কিংবা গাছ কাটা হলে কষ্ট হয় তাঁর ৷ বিব্রত হন ৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন ৷ জানান, মুখ্য়মন্ত্রীও পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন ৷ তিনি বলেন, "যেটা হচ্ছে তা একেবারে ঠিক নয় ! বাঞ্ছনীয় নয় ৷ ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে ৷"
এর আগে পার্ক দুর্নীতির অভিযোগ উঠেছিল বারাসত পৌরসভায়। তাতে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেই অভিযোগ ওঠে ৷ সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে নিজের বক্তব্য জানাতে গিয়ে পুকুর ভরাট নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, যাঁরা পুকুর ভরাটের সঙ্গে যুক্ত তাঁরা স্বমহিমায় পৌরবোর্ডের ক্ষমতায় রয়েছেন ৷ পুকুর ভরাটের সঙ্গে যুক্ত থাকার পরও কীভাবে তাঁরা পৌরসভার দায়িত্বশীল পদে থাকতে পারেন ? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল মুখোপাধ্যায় ৷ সেদিন নির্দিষ্টভাবে কারও নাম নেননি ৷ তবে রাজনৈতিক মহলের একটা বড় অংশের অনুমান, তাঁর নিশানায় ছিলেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় ৷
এই বিষয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, "আমি যতটুকু শুনেছি, পুকুর ভরাট নিয়ে আসলে উনি নিজের (সুনীল মুখোপাধ্যায়) সময়ের কথা বলতে চেয়েছেন ৷ সেই সময় বেশ কয়েকটি পুকুর ভরাট হয়েছিল ৷ যেগুলো উনি প্রশাসনিক পদক্ষেপ নিলেও পুরোপুরি বন্ধ করতে পারেননি ৷ এখন আপনারা বলছেন উনি আবার নতুন করে এই কথা বলছেন । উনি চেয়ারম্যান থাকাকালীন কয়েকটি ওয়ার্ডে পুকুর ভরাট হয় ৷ উনি তা পুরোপুরি বন্ধ করতে পারেননি ৷" তিনি জানিয়েছেন, জমি সংক্রান্ত বিষয়ে পৌর কর্তৃপক্ষের যতটুকু দায়িত্ব, তা ঠিকঠাক পালন করা হচ্ছে ৷ এরপর বাকিটা দেখার দায়িত্ব ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ৷ তবে, প্রাক্তন চেয়ারম্যানের কথার কোনও উত্তর দিতে পারবেন না বলে জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন:বারাসতের কোটি টাকার পার্ক দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে বিজেপি'র বিক্ষোভ
তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বের সুযোগে মাঠে নেমেছে বারাসত বিজেপি ৷ সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র প্রাক্তন চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন ৷ বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পুকুর ভরাটের দায় এড়ানোর অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘অশনি মুখোপাধ্যায় বারাসতের একজন দায়িত্বশীল নাগরিক ৷ তারপরেও উনি পুকুর ভরাট ও দুর্নীতি বন্ধ না করে চোখ বুজে রয়েছেন, এটা ঠিক নয় ৷ নিজের দায়িত্ব পালন না করে এখন উনি প্রশাসনের ঘাড়ে দায় ঠেলছেন ৷’’