বারাসত, 18 ফেব্রুয়ারি : ভোটে তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম, তৃণমূল ও বিজেপি প্রার্থী । লড়াইয়ের ময়দানে রয়েছেন শাসকদলের গোঁজ প্রার্থী বা নির্দল প্রার্থী । কঠিন লড়াইয়ে বারাসত পৌরসভার 9 নম্বর ওয়ার্ড দখলে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেস প্রার্থী বিপ্লব রায়ের কাছে । লড়াই শক্ত হলেও গড় ধরে রাখতে মরিয়া কংগ্রেস প্রার্থী । তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না তিনি । প্রতিপক্ষের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে রীতিমতো প্রচারে শান দিতে ব্যস্ত হাতের প্রার্থী বিপ্লব রায় (Barasat Municipality 9 Ward election significant in Bengal Civic Polls 2022) ।
ভোটারদের দুয়ারে গিয়ে আগামী পরিকল্পনার কথা তুলে ধরছেন কংগ্রেস প্রার্থী । প্রচারেও ব্যাপক সাড়া মিলছে বলে দাবি তাঁর । ফলে জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী পেশায় আইনজীবী বিপ্লব রায় । তবে কংগ্রেস প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন না শাসক থেকে তৃণমূলের নির্দল প্রার্থী, কেউই । প্রতিপক্ষ বিপ্লব রায়কে কার্যত লড়াইয়ের মধ্যেই রাখছেন না তারা । ফলে চতুর্মুখী লড়াইয়ে কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা জানা যাবে ভোট গণনার দিন ।
বারাসত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডটি দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে রয়েছে । বরাবর এটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত । এখান থেকেই একদা কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূল প্রার্থী দীপক দাশগুপ্ত পরিবারের কেউ না কেউ এতদিন জিতে এসেছেন । দীপক দাশগুপ্ত নিজেও বিগত পৌর নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের টিকিটে । কিন্তু ভোটের কয়েকমাস আগে তিনি কংগ্রেস ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দেন ।
আরও পড়ুন : Bengal Civic polls 2022 : শুভেন্দুর প্রচারে তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা 'জয় শ্রী রাম' বিজেপির
কংগ্রেস গড়ে প্রাক্তন কাউন্সিলর দীপক দাশগুপ্তের ভরসা করছে শাসকদল । পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী তিনি । দলের টিকিট না মেলায় এই ওয়ার্ড থেকেই আবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের কার্যনির্বাহী সভাপতি সমীর গঙ্গোপাধ্যায় । ভোটে তাঁর চিহ্ন জোড়া পাতা ।
এর মধ্যে এখানে বামফ্রন্ট প্রার্থী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় । বিজেপি প্রার্থী দিলীপ কুমার সরকার । সেই জায়গায় এবার গড় ধরে রাখতে কংগ্রেস প্রার্থী করেছে বারাসত আদালতের আইনজীবী বিপ্লব রায়কে । স্বচ্ছ ভাবমূর্তি হিসেবে এলাকায় তাঁর আলাদা পরিচয় রয়েছে । আর তা পুঁজি করেই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেস প্রার্থী । তবে জায়গা ছাড়তে নারাজ বিপ্লবের প্রতিপক্ষরাও । তাঁরাও সমানে প্রচার করে চলেছেন ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে । তাই চতুর্মুখী লড়াইয়ে জমে উঠেছে বারাসত পৌরসভার 9 নম্বর ওয়ার্ড ।
এই বিষয়ে কংগ্রেস প্রার্থী বিপ্লব রায় বলেন, "এই ওয়ার্ডের মানুষ বরাবর কংগ্রেসকেই সমর্থন করে এসেছে । তাই আমি আশাবাদী, এবারও মানুষ আমাকেই জয়ী করবে । তৃণমূলের মধ্যে কী রয়েছে, তা নিয়ে ভাবছি না ।" তাঁর কথায়, "কংগ্রেস তার নিজের গতিতে চলে । সেখানে কোনও ব্যক্তি বিষয় নয় । বিষয়টা হল মানুষের সিদ্ধান্ত । মানুষ তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । তাঁরা চাইছেন এলাকার একজন মানুষ ভোটে জিতে কাউন্সিলর হোক । যাতে তাঁদের আপদ-বিপদে সবসময় পাশে পান সেই জনপ্রতিনিধিকে ৷"
বারাসত পৌরসভার 9 নং ওয়ার্ডে কংগ্রেস, তৃণমূল, নির্দল, বিজেপি, বামফ্রন্টের জমজমাট লড়াই আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : মুখ্যমন্ত্রীকে 'ফাঁসির রানি' বলে কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়ের
যদিও কংগ্রেস প্রার্থীকে গুরুত্ব দিতে চাইছেন না প্রতিপক্ষরা । তৃণমূল প্রার্থী দীপক দাশগুপ্ত বলেন, "কংগ্রেসের গড় বললে ভুল বলা হবে । এটা মানুষের উন্নয়নের গড় । যেভাবে আমি 32 বছর ধরে এই ওয়ার্ডে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মানুষের পাশে থেকেছি, তাতে জয়ের বিষয়ে একশো ভাগ নিশ্চিত । কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখছি না।মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবে।"
একই সুর শোনা গিয়েছে এই ওয়ার্ডের তৃণমূলের নির্দল প্রার্থী সমীর গঙ্গোপাধ্যায়ের গলাতেও । তিনি বলেন, "এখানে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ও আমি । আর কেউ দাঁড়াতে পারবে না ভোটের ময়দানে । লড়াই হবে সুবিধাবাদের সঙ্গে প্রকৃত তৃণমূলের । যাকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হতে হয়েছে । মানুষ এরকম দু-আছলাকে এবার ছুড়ে ফেলে দেবে এই ওয়ার্ড থেকে । জোড়া পাতার প্রতীকে দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায় আমার অন্তরে থাকবেন সবসময় । তাই বিশ্বাস, মানুষ আশীর্বাদ করবেন আমাকেই"।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আদিবাসী নৃত্য, ধামসা-মাদলের ছন্দে পৌর প্রচার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর