বসিরহাট, 26 অগস্ট : সন্দেহের বশে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বসিরহাটের এক যুবকের বিরুদ্ধে ৷ বসিরহাট মহকুমার কুলটি অঞ্চলের ঘোষপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই পুড়িয়ে মেরে ফেলেছে 24 বছরের যুবতিকে ৷
পূর্ব কলকাতার সায়েন্স সিটি এলাকার ধাপার বাসিন্দা অজয় মণ্ডলের একমাত্র কন্যা সুস্মিতা ৷ 5 বছর আগে বসিরহাটের লাল্টু ঘোষের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ সুস্মিতা মণ্ডল নামে ওই তরুণীকে প্রায়ই নানা কারণে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ আত্মীয়দের ৷
অকারণ সন্দেহ, পণ নিয়ে ঝামেলা , বিয়ের পাঁচ বছর পর কন্যা সন্তানের জন্ম দেওয়া প্রতিটি কারণেই 24 বছরের যুবতির জীবন অতিষ্ঠ করে তুলেছিল স্বামী লাল্টু ৷ বিশেষ করে বাড়ির পাশে থাকা কারখানার শ্রমিকদের সঙ্গে কোনওরকম কথা বললেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করত লাল্টু, মারধরও করত সুস্মিতাকে, জানান মৃতার আত্মীয় ৷