বারাসত, 15 অক্টোবর : বর্ষা প্রায় বিদায়ের পথে । কিন্তু ডেঙ্গি পিছু ছাড়ছে না বারাসতবাসীর । ইতিমধ্যে পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ইতিমধ্যে সেখানে ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের । কিন্তু বারাসতের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পৌর কর্তৃপক্ষ ।
আরতি বিশ্বাসের বয়স প্রায় পঞ্চাশ । শহরের ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি । ভাটরাপল্লির একটি ফ্ল্যাটে রান্নার কাজ করেন । কয়েকদিন আগে জ্বর হয় তাঁর । রক্ত পরীক্ষায় জানা যায় NH1 পজিটিভ। চিকিৎসায় এখন সুস্থ হলেও দুর্বলতা কাটেনি । বারাসত আদালতের আইনজীবী সুশোভন কান্তি দাসেরও জ্বর হয়েছিল কিছুদিন আগে । তাঁর ক্ষেত্রেও রক্ত পরীক্ষায় NH1 পজিটিভ ধরা পড়ে । কিছুদিন চিকিৎসা চলার পর জ্বর কমলেও শারীরিক দুর্বলতা কাটেনি । শুধু এরা দু'জনই নন । ৯ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল অহর্ষি সোম ও জয়ত্রী সোম নামে দুটি শিশু । সব মিলিয়ে এই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১২ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশের ১০ নম্বর ওয়ার্ডেও ৬ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে স্থানীয়দের দাবি । এই ওয়ার্ডের বাসিন্দা ছবি ঘোষ নামে এক বৃদ্ধা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । চিকিৎসা এখনও চলছে । তাঁর স্বামী অপূর্ব ঘোষ বলেন,"ভাটরাপল্লি অঞ্চলে ১৭-১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । নব বিশ্বাস নামে একজন মারাও গিয়েছেন । এর মোকাবিলায় যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আমি নিজেই পৌরপ্রধানকে এবিষয়ে অবগত করেছিলাম । এলাকার পুকুর ও ডোবাগুলির সংস্কার না করা হলে ডেঙ্গি নিয়ন্ত্রণে আসবে না ।"