পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেঙ্গি পিছু ছাড়ছে না বারাসতের, পৌরপ্রধান বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে - barasat under grip of dengue

বারাসত পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ইতিমধ্যে সেখানে ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের । কিন্তু বারাসতের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পৌর কর্তৃপক্ষ ।

dengue

By

Published : Oct 15, 2019, 3:58 AM IST

বারাসত, 15 অক্টোবর : বর্ষা প্রায় বিদায়ের পথে । কিন্তু ডেঙ্গি পিছু ছাড়ছে না বারাসতবাসীর । ইতিমধ্যে পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ইতিমধ্যে সেখানে ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর পরিবারের । কিন্তু বারাসতের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পৌর কর্তৃপক্ষ ।

আরতি বিশ্বাসের বয়স প্রায় পঞ্চাশ । শহরের ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি । ভাটরাপল্লির একটি ফ্ল্যাটে রান্নার কাজ করেন । কয়েকদিন আগে জ্বর হয় তাঁর । রক্ত পরীক্ষায় জানা যায় NH1 পজিটিভ। চিকিৎসায় এখন সুস্থ হলেও দুর্বলতা কাটেনি । বারাসত আদালতের আইনজীবী সুশোভন কান্তি দাসেরও জ্বর হয়েছিল কিছুদিন আগে । তাঁর ক্ষেত্রেও রক্ত পরীক্ষায় NH1 পজিটিভ ধরা পড়ে । কিছুদিন চিকিৎসা চলার পর জ্বর কমলেও শারীরিক দুর্বলতা কাটেনি । শুধু এরা দু'জন‌‌ই নন । ৯ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল অহর্ষি সোম ও জয়ত্রী সোম নামে দুটি শিশু‌ । সব মিলিয়ে এই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১২ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশের ১০ নম্বর ওয়ার্ডেও ৬ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে স্থানীয়দের দাবি । এই ওয়ার্ডের বাসিন্দা ছবি ঘোষ নামে এক বৃদ্ধা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । চিকিৎসা এখনও চলছে । তাঁর স্বামী অপূর্ব ঘোষ বলেন,"ভাটরাপল্লি অঞ্চলে ১৭-১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । নব বিশ্বাস নামে একজন মারাও গিয়েছেন । এর মোকাবিলায় যদি এখন‌ই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আমি নিজেই পৌরপ্রধানকে এবিষয়ে অবগত করেছিলাম । এলাকার পুকুর ও ডোবাগুলির সংস্কার না করা হলে ডেঙ্গি নিয়ন্ত্রণে আসবে না ।"

নববাবুর স্ত্রী মাধবী বিশ্বাসের অভিযোগ, ডেঙ্গিতে তাঁর স্বামীর মৃত্যু হলেও তাঁদের সঙ্গে স্থানীয় কাউন্সিলর বা পৌরসভার তরফে কেউ দেখা করতে আসেননি । তিনি বলেন, "আমার স্বামী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । তিনি সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন । আমরা এখন অথৈ জলে পড়েছি । আমার দুই ছেলেই পড়াশোনা করছে । তাঁদের পড়াশোনার কী হবে, সংসার চলবে কেমন করে জানি না । স্বামীর মৃত্যুর পর পৌরসভার তরফে কেউ খোঁজ নিতে আসেননি । স্থানীয় তৃণমূল কাউন্সিলরও খোঁজ নেননি ।"

যদিও ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক মানতে নারাজ পৌরপ্রধান সুনীল মুখার্জি । তাঁর কথায়,"ভাটরাপল্লিতে আক্রান্তের যে সংখ্যাটা বলা হচ্ছে,তা ঠিক নয় । কয়েকজন আক্রান্ত হলেও তাঁরা এখন পুরোপুরি সুস্থ । ডেঙ্গি মোকাবিলায় সমস্ত পদক্ষেপ নেওয়ার পরেও আমজনতাকে সচেতন করা যায়নি । ডেঙ্গিতে কয়েকজন আক্রান্ত হলেও আমার কাছে ডেঙ্গিতে মৃত্যুর কোনও খবর নেই । এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর কিংবা স্থানীয় কাউন্সিলর কেউই আমাকে জানায়নি । বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে । "

ABOUT THE AUTHOR

...view details