পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 20, 2022, 8:11 PM IST

ETV Bharat / state

Barasat Flyover: রাজ্য ও জেলা প্রশাসনের সমন্বয়ের অভাব ! বুধে শুরু হচ্ছে না বারাসত উড়ালপুল সংস্কারের কাজ

রাজ্য সরকার ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব (Lack of Coordination) ধরা পড়ল উত্তর 24 পরগনায় ৷ নবান্নের সবুজ সংকেত না মেলায় আগামিকাল থেকে শুরু হচ্ছে না বারাসত উড়ালপুল সংস্কারের কাজ (Barasat Flyover)। আতঙ্ক নিয়েই যাতায়াত চলছে শহরবাসীর ।

ETV Bharat
বারাসত উড়ালপুল

বারাসত, 20 ডিসেম্বর: রাজ্য সরকার ও জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট ! নির্দেশিকা জারি হওয়ার পরও আগামিকাল অর্থাৎ 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে না বিপজ্জনক বারাসত উড়ালপুলের সংস্কার (Barasat Flyover)।

সূত্রের খবর, এই বিষয়ে নবান্নের কোনও অনুমোদন নেওয়া হয়নি জেলা প্রশাসনের তরফে । ফলে রাজ্য সরকারের সবুজ সংকেত না মেলায় আপাতত বেহাল এই ব্রিজের সংস্কারের কাজ স্থগিত হয়ে গিয়েছে । কবে আবার বিপজ্জনক এই উড়ালপুলের সংস্কার হবে, তা নিয়েও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানাতে পারেনি উত্তর 24 পরগনা জেলা প্রশাসন । আর তাতেই রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে । ফলে আশঙ্কায় রয়েছেন বারাসতবাসী । এই নিয়ে সরবও হয়েছেন তাঁরা । সরকার ও প্রশাসনের সমন্বয়ের অভাব প্রকট হতেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিরোধী শিবির ।এই ইস্যুতে জেলা প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমালোচনা করতেও ছাড়েনি বিজেপি । যদিও বেহাল বারাসত উড়ালপুল সংস্কারের কাজ দ্রুত শুরু হওয়ার ব‍্যাপারে আশাবাদী শাসক শিবির ।

শহরকে যানজট মুক্ত করতে বাম আমলে তৈরি হয়েছিল বারাসত উড়ালপুল । 12 নম্বর রেলগেটের উপর অবস্থিত এই উড়ালপুল যথেষ্ট গুরুত্বপূর্ণ শহরবাসীর কাছে । কারণ এটি শহরের একপ্রান্ত কলোনি মোড়ের সঙ্গে অপরপ্রান্ত চাঁপাডালি মোড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে । শুধু তাই নয়, 34 এবং 35 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী ব্রিজও এটিই । এ রকম একটি গুরুত্বপূর্ণ উড়ালপুল দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ।

অভিযোগ, উড়ালপুল চালু হওয়ার পর থেকে সেভাবে ব্রিজের মেরামত কিংবা সংস্কার হয়নি । ফলে ওভারব্রিজের ভার বহনের ক্ষমতা দিন দিন কমেছে । তা সত্বেও ঝুঁকি নিয়েই বিপজ্জনক এই ব্রিজ দিয়ে যাতায়াত চলছে একের পর এক গাড়ির । প্রাণ হাতে পারাপার করছেন পথচারীরাও । তার জেরে দুর্ঘটনার আশঙ্কা রয়েই গিয়েছে ।

সম্প্রতি রাইটস-কে দিয়ে বারাসত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল । তাতে উঠে এসেছিল ব্রিজের বেহাল দশা । প্রশাসন সূত্রে খবর, রাইটসের সমীক্ষায় বারাসত উড়ালপুলকে বিপজ্জনক ব্রিজ হিসেবে তুলে ধরা হয়েছিল । বলা হয়েছিল, ব্রিজের 236টি বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছে ।পিলার এবং জয়েন্টেও ত্রুটি ধরা পড়ায় অবিলম্বে এই ওভারব্রিজ সংস্কার করার প্রয়োজন বলে তাঁরা রিপোর্ট দিয়েছিল জেলা প্রশাসনের কাছে । সেই মতো জেলা প্রশাসনও উদ্যোগী হয় বেহাল এই ব্রিজ সংস্কার করতে । পৌরসভা, পূর্ত দফতর, পুলিশ প্রশাসন এবং অটো ও বাস ইউনিয়নের সঙ্গে জেলা প্রশাসনের পর্যায়ক্রমে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় সংস্কারের জন্য 21 ডিসেম্বর থেকে এক মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল । এর জেরে বারাসত-সহ তার আশপাশে যানজটের আশঙ্কায় বিকল্প পথ ঠিক করে দেওয়া হয় প্রশাসনের তরফে । ঘটা করে মাইকে তার প্রচারও করা হয় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে । কিন্তু হঠাৎই সেই প্রচার বন্ধ হয়ে যায় একসময় । যা নিয়ে নানা প্রশ্ন জাগতে শুরু করে শহরবাসীর মধ্যে । তার উত্তর খুঁজতে গিয়েই জানা যায়, আপাতত বিপজ্জনক এই ব্রিজের সংস্কারের কাজ হচ্ছে না । আর এতেই আতঙ্ক এবং আশঙ্কা আরও বেড়েছে পথচারী থেকে ব‍্যবসায়ী মহলে ।

আরও পড়ুন:বছর শুরুতেই দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের সম্ভাবনা, শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি চলবে এক লেনে

এই বিষয়ে রবীন সামন্ত নামে এক শহরবাসী বলেন,"আমরা তো জানতাম 21 ডিসেম্বর থেকেই বারাসত উড়ালপুলের সংস্কারে কাজ শুরু হচ্ছে ।প্রচারও চলেছে কয়েকদিন ধরে । এখন শুনছি, নির্দিষ্ট দিনে ব্রিজের সংস্কার শুরু হচ্ছে না । তার মানে সংস্কার আরও পিছিয়ে গেল । তবে, এটুকু বলতে পারি এই ওভারব্রিজের যা অবস্থা তাতে দ্রুত সংস্কার না হলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে । আর তা হলে ভয়াবহ পরিস্থিতি হবে । সমন্বয়ের অভাব দূরে সরিয়ে অবিলম্বে ব্রিজ সংস্কার হোক সেটাই এখন চাইছি আমরা ৷"

তারই মতো আশঙ্কার সুর শোনা গিয়েছে সত্যরঞ্জন দে নামে এক ব‍্যবসায়ীর গলাতেও । তাঁর কথায়, "একদিকে জেলা প্রশাসন ব্রিজ সংস্কার নিয়ে দিনক্ষণ ঘোষণা করছে । অন‍্যদিকে সরকারের নির্দেশে সেই দিনক্ষণ স্থগিত হয়ে যাচ্ছে । এই দোলাচলে আখেরে মানুষেরই তো বিপদ বাড়ছে । আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান হোক । প্রাণ হাতে নিয়ে যাতে মানুষকে আর এই ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে না হয় ৷"

এ দিকে, বিষয়টি সামনে আসতেই রাজ্য সরকার এবং জেলা প্রশাসনকে একযোগে নিশানা করেছে গেরুয়া শিবির । স্থানীয় বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় বলেন, "এই রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া কোনও উন্নয়নের কাজ এগোয় না । এটা শুনে আমাদের আশ্চর্য লাগছে, বারাসত উড়ালপুল সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রী কিংবা তাঁর সরকার কিছুই জানে না । সেই কারণে নাকি 21 ডিসেম্বর থেকে বিপজ্জনক বারাসত উড়ালপুলের সংস্কার হচ্ছে না । আমাদের প্রশ্ন, ব্রিজে যদি কোনও অঘটন ঘটে, তার দায় কে নেবে ? তাই বিপদ ঘটার আগেই এই ব্রিজ সংস্কারে হাত দেওয়া হোক সেটাই আমরা দাবি করছি প্রশাসনের কাছে । তা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ৷"

অন‍্যদিকে, এই বিষয়ে বারাসত পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর অনুমোদন মেলেনি । সেই কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে বারাসত উড়ালপুলের সংস্কার । মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলেই ফের সংস্কারের কাজ শুরু হবে ৷" তাঁর দাবি,"এই ওভারব্রিজ নিয়ে বিপদের আশঙ্কা আছে বলে এমন কিছু জানানো হয়নি । গত দেড় বছর ধরেই কিছু না কিছু রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে এই ব্রিজের । ফলে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে । নতুন বছরের জানুয়ারি মাসে ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ার সম্ভবনা রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details