বারাসত, 20 সেপ্টেম্বর : তিনি যে পদে রয়েছেন, সেই পদে থেকে কোনও ভাবেই গাড়িতে নীল বাতি ব্যবহার করতে পারেন না । অথচ, নিয়ম ভেঙে নিজের গাড়িতে নীল বাতি ব্যবহার করছেন তিনি । আবার সেই গাড়িতে করেই দিব্যি আসছেন নিজের কর্মস্থলে ।
এমনই অভিযোগ উঠেছে বারাসত জেলা হাসপাতালের (Barasat District Hospital) সুপার ড. সুব্রত মণ্ডলের বিরুদ্ধে । এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে হইচই । বাতি ব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে রাজ্য সরকারের গাইডলাইন থাকা সত্ত্বেও কিভাবে হাসপাতাল সুপার নীল বাতি (Blue Beacon) লাগানো গাড়ি ব্যবহার করছেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ।
রাজ্য সরকারের নিয়মবিধি মেনে চলা তো সরকারি আধিকারিক কিংবা কর্মচারীর দায়িত্বের মধ্যেই পড়ে ? তিনি কি এর ঊর্ধ্বে ? নাকি সবকিছু জেনেও নিজের ক্ষমতাবলে সরকারি নিয়মকে অমান্য করে হাসপাতাল সুপার গাড়িতে নীল বাতি ব্যবহারের সাহস পেলেন ? এমনই সব প্রশ্ন এখন বড় করে দেখা দিয়েছে ।
উত্তর 24 পরগনার বারাসত জেলা হাসপাতালের সুপার পদে দীর্ঘদিন ধরেই রয়েছেন চিকিৎসক সুব্রত মণ্ডল । বর্তমানে এই হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত হয়েছে । সেখানকার অ্যাডিশনাল মেডিক্যাল সুপারিন্টেন্ড পদের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে ।
গত ডিসেম্বর মাসে দেশের সর্বোচ্চ আদালত বলে দিয়েছিল কারা কারা লাল অথবা নীল বাতি গাড়ি ব্যবহার করতে পারবেন । সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে বাতি বিন্যাসের নতুন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল কেন্দ্র এবং রাজ্যগুলিকে । চলতি বছরের জুন মাসে সেই তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর ।