পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"সবাই চিকিৎসা পরিষেবা পাবেন", অন্য ছবি বারাসত হাসপাতালে - exceptional

রাজ্যজুড়ে হাসপাতালগুলিতে বন্ধ চিকিৎসা পরিষেবা । ঠিক তখন উলটো ছবি ধরা পড়ল বারাসত জেলা হাসপাতালে ।

রোগী লম্বা লাইন বারাসত হাসপাতালের বহির্বিভাগে

By

Published : Jun 13, 2019, 5:22 AM IST

Updated : Jun 14, 2019, 1:10 AM IST

বারাসত, 13 জুন : NRS ইশুতে যখন রাজ্যের চিকিৎসকদের কর্মবিরতি চলছে, তখন অন্য ছবি দেখা গেল বারাসত জেলা হাসপাতালে । গতকাল রাজ্যজুড়ে 12 ঘণ্টার জন্য বেসরকারি ও সরকারি হাসপাতালের OPD বিভাগ বন্ধের ডাক দেওয়া হয়েছিল । যার জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অসুবিধায় পড়ে সাধারণ মানুষ । কিন্তু বারাসত হাসপাতালের চিকিৎসা পরিষেবা সচল ছিল সকাল থেকেই । হাসপাতাল সুপারের আশ্বাস, কাউকে চিকিৎসা পরিষেবা না দিয়ে বাড়ি পাঠানো হবে না ।

অন্যান্য হাসপাতালের পরিষেবা বন্ধ থাকায় স্বভাবতই ভিড় উপচে পড়ে এই হাসপাতালের বহির্বিভাগে । টিকিট কাউন্টারে দেখা যায় রোগীর পরিজনদের লম্বা লাইন । পরিষেবা দিয়েছেন চিকিৎসকরা । তাঁদের বক্তব্য, NRS-র জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করলেও রোগীর কথা চিন্তা করেই তাঁরা চিকিৎসা পরিষেবা খোলা রেখেছেন । কারণ সেবাই চিকিৎসকের ধর্ম ।

অন্য ছবি বারাসত হাসপাতালে

এই সংক্রান্ত খবর :রোগীমৃত্যুর জেরে উত্তেজনা NRS-এ, ছাড়া হয়নি মৃতদেহ ; ব্যাহত পরিষেবা

সকাল থেকেই বারাসত হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক ছিল বলে জানালেন বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল । তিনি বলেন, "সকাল 10 টায় হাসপাতালের আউটডোরের কাউন্টার খোলা হয় । টিকিট‌ও দেওয়া হয় নির্ধারিত সময়ে । হাসপাতালের অর্থোপেডিক সার্জেন, মেডিসিন, শিশু বিভাগের চিকিৎসক সহ অন্যান্য বিভাগের চিকিৎসকরাও নিজেদের কাজ করছেন । চিকিৎসকদের কিছু বক্তব্য ছিল । কিন্তু তাঁদের সাথে আমার কথা হয়েছে । চিকিৎসকরা যে যার আউটডোরে ফিরে গিয়ে কাজে যোগ দিয়েছেন । যে সমস্ত রোগীরা বাইরে থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের কোন‌ও অসুবিধা হতে আমরা দেব না । প্রত‍্যেককেই আমরা সঠিক চিকিৎসা পরিষেবা দিয়ে বাড়ি পাঠাব । সব চিকিৎসক যেমন আছেন, সেই সঙ্গে আমি নিজেও রয়েছি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য । আমরা এতটুকু আশ্বাস দিতে পারি, কাউকেই চিকিৎসার জন্য হয়রানির শিকার হতে হবে না । কোনও রোগী এখান থেকে চিকিৎসা না পেয়ে ফিরবে না ।"

রোগীদের লম্বা লাইন বারাসত হাসপাতালের বহির্বিভাগে

এই সংক্রান্ত খবর : বন্ধ হাসপাতালের OPD পরিষেবা, ফুটপাতে ঠাঁই রোগীর

সোমবার সন্ধ্যায় রোগীমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল । রোগীর পরিজন ও চিকিৎসকদের হাতাহাতিতে এক জুনিয়র ডাক্তার গুরুতর আহত হন । এরপর‌ই, চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা । যার রেশ পড়ে রাজ‍্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে । এর‌ই মধ্যে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন সিনিয়র চিকিৎসকরাও । মঙ্গলবার চিকিৎসকদের পাঁচটি সংগঠন পরিষ্কারভাবে জানিয়ে দেয়, বুধবার সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বিভাগ বয়কট করে প্রতিবাদ জানানো হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত খবর : রণক্ষেত্র NRS, বুধবার রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক ডাক্তারদের

যার জেরে গতকাল অচলাবস্থা দেখা দেয় রাজ্যের চিকিৎসা পরিষেবায় । এর মধ্যেও ব্যতিক্রমী বারাসত জেলা হাসপাতাল । জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ সমর্থন করেও নিজেদের চিকিৎসা পরিষেবা চালু রেখে রোগীদের আশীর্বাদ কুড়ালেন এখানকার চিকিৎসকরা ।

এই সংক্রান্ত খবর :"ভালো আছি", বললেন পরিবহ ; পরিষেবা স্বাভাবিক হওয়ার আশায় সাধারণ মানুষ

Last Updated : Jun 14, 2019, 1:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details