বারাসত, 26 জানুয়ারি: পৌরভোটের প্রার্থী নিয়ে অসন্তোষ ঠেকাতে এবার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল বারাসাত সাংগাঠনিক জেলা বিজেপি ৷ আসন্ন পৌরভোটের আগে জেলার চার পৌরসভার প্রার্থী চয়নে 'ড্রপ বক্স' চালু করল তারা (Barasat BJP launch dropbox to select candidates for upcoming municipal election)। এই ড্রপ বক্সের মাধ্যমে যে কোনও ব্যক্তিই পৌরভোটের প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে সবদিক পর্যালোচনা করে যোগ্য ব্যক্তিকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে বলে। উত্তর 24 পরগনার 4টি পৌরসভা বারাসত, মধ্যমগ্রাম, অশোকনগর-কল্যাণগড় এবং হাবড়ার জন্য এই অভিনব উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির ৷ প্রার্থী নিয়ে দলে অস্বচ্ছতা এবং পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতেই এই বিশেষ ব্যবস্থা, স্বীকার করে নিলেন জেলা সভাপতি তাপস মিত্র।
সামনেই রাজ্যের প্রায় শতাধিক পৌরসভার ভোট। তার আগে 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমে নির্বাচন। এই পরিস্থিতিতে প্রার্থী নিয়ে দলের অন্দরে কোনও অসন্তোষ চাইছে না বিজেপি নেতৃত্ব। বিশেষ করে বিধানসভা ভোটে প্রার্থী নিয়ে দলের নীচুতলার নেতা-কর্মীদের মধ্যে যেভাবে অসন্তোষ দানা বেঁধেছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় তারই প্রচেষ্টায় গেরুয়া শিবির ৷ বুধবার দুপুরে বারাসতে জেলা বিজেপির কার্যালয়ে ড্রপ বক্সের সূচনা করেন জেলা সভাপতি তাপস মিত্র।আবেদনের জন্য এদিনই চারটি আলাদা ড্রপ বক্স খুলে দেওয়া হয় জেলা কার্যালয়ে।
BJP launched drop box : প্রার্থী অসন্তোষ ঠেকাতে চার পৌরসভায় 'ড্রপ বক্স' চালু করল বিজেপি - Barasat BJP launch dropbox to select candidates for upcoming municipal election
আসন্ন পৌরভোটের আগে জেলার চার পৌরসভার প্রার্থী চয়নে 'ড্রপ বক্স' চালু করল বারাসাত সাংগাঠনিক জেলা বিজেপি (Barasat BJP launch dropbox to select candidates for upcoming municipal election)। এই ড্রপ বক্সের মাধ্যমে যে কোনও ব্যক্তিই পৌরভোটের প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন : Asansol and Ballygunge By-Election : মার্চের শুরুতে আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচন করাতে উদ্যোগী কমিশন
এ বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের প্রায় 111টি পৌরসভার ভোট হওয়ার কথা। তারমধ্যে আমার সাংগঠনিক জেলার অন্তর্গত বারাসত, মধ্যমগ্রাম, অশোকনগর-কল্যাণগড় এবং হাবড়া পৌরসভাও রয়েছে। যোগ্য প্রার্থী বাছাইয়ে এই চার পৌরসভার জন্য ড্রপ বাক্স চালু করলাম আমরা ৷" তিনি আরও বলেন, "শুধু দলীয় নেতা-কর্মীরাই নয়। প্রার্থী হওয়ার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ আবেদন করতে পারবেন ড্রপ বক্সে। সমস্ত মাপকাঠি বিচার করে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতেই আমরা যোগ্য প্রার্থী বেছে নেব।"
TAGGED:
BJP launched drop box