উত্তর 24 পরগনা/কলকাতা, 4 জানুয়ারি: 7 লাখ বাংলাদেশি টাকা-সহ এক মহিলাকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী ৷ তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ ধৃত মহিলা ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকার বাসিন্দা ৷ শুক্রবার উত্তর 24 পরগনার ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে ওই মহিলাকে আটক করেছে বিএসএফ (Bangladeshi Taka Recovered by BSF in Border Area) ৷ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ ধৃত ব্যক্তি অবৈধভাবে ভারতীয় রুপির 6 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রায় পরিবর্তন করে দেন বলে অভিযোগ ৷ বাজেয়াপ্ত বাংলাদেশি টাকা এবং ধৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
বিএসএফ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে 7 লক্ষ 3 হাজার 150 টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ সেই সঙ্গে এক মহিলাকে আটক করে এবং পরবর্তী সময়ে এক ব্যক্তিকেও পাকড়াও করে বিএসএফ ৷ জানা গিয়েছে, আটক মহিলা ওই বাংলাদেশি মুদ্রা অবৈধভাবে আইসিপি গোজাডাঙা হয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷
আইসিপি ঘোজাডাঙার 153 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিশেষ অভিযানের সময় এক মহিলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৷ মহিলাটি একটি বড় ব্যাগ নিয়ে ইটিন্ডা থেকে আইসিপি ঘোজাডাঙার দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷ কিন্তু, জওয়ানরা তাঁকে কোনও সুযোগ না দিয়ে আটকে দেয় ৷ তল্লাশিকালে ওই মহিলার কাছ থেকে 7 লক্ষ 3 হাজার 150 টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয় ৷ ধৃত মহিলার নাম শিল্পা দেবী (30)। তিনি ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা ৷