পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Taka Recovered by BSF: 7 লক্ষ বাংলাদেশি মুদ্রা-সহ বিএসএফের হাতে ধৃত 2 - বাংলাদেশি মুদ্রায় 7 লাখ টাকা উদ্ধার

বাংলাদেশি মুদ্রায় 7 লাখ টাকা-সহ 2 জনকে আটক করল বিএসএফ (Bangladeshi Taka Recovered by BSF) ৷ ধৃতদের মধ্যে 1 জন মহিলা রয়েছেন ৷ তিনিই সেই টাকা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন ৷

Bangladeshi Taka Recovered by BSF ETV BHARAT
Bangladeshi Taka Recovered by BSF ETV BHARAT

By

Published : Feb 4, 2023, 1:28 PM IST

উত্তর 24 পরগনা/কলকাতা, 4 জানুয়ারি: 7 লাখ বাংলাদেশি টাকা-সহ এক মহিলাকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী ৷ তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ ধৃত মহিলা ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকার বাসিন্দা ৷ শুক্রবার উত্তর 24 পরগনার ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে ওই মহিলাকে আটক করেছে বিএসএফ (Bangladeshi Taka Recovered by BSF in Border Area) ৷ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ ধৃত ব্যক্তি অবৈধভাবে ভারতীয় রুপির 6 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রায় পরিবর্তন করে দেন বলে অভিযোগ ৷ বাজেয়াপ্ত বাংলাদেশি টাকা এবং ধৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ঘোজাডাঙা শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

বিএসএফ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে 7 লক্ষ 3 হাজার 150 টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ সেই সঙ্গে এক মহিলাকে আটক করে এবং পরবর্তী সময়ে এক ব্যক্তিকেও পাকড়াও করে বিএসএফ ৷ জানা গিয়েছে, আটক মহিলা ওই বাংলাদেশি মুদ্রা অবৈধভাবে আইসিপি গোজাডাঙা হয়ে বাংলাদেশে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷

আইসিপি ঘোজাডাঙার 153 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বিশেষ অভিযানের সময় এক মহিলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৷ মহিলাটি একটি বড় ব্যাগ নিয়ে ইটিন্ডা থেকে আইসিপি ঘোজাডাঙার দিকে যাওয়ার চেষ্টা করছিল ৷ কিন্তু, জওয়ানরা তাঁকে কোনও সুযোগ না দিয়ে আটকে দেয় ৷ তল্লাশিকালে ওই মহিলার কাছ থেকে 7 লক্ষ 3 হাজার 150 টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয় ৷ ধৃত মহিলার নাম শিল্পা দেবী (30)। তিনি ঝাড়খণ্ডের হাজারিবাগের বাসিন্দা ৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিল্পা দেবী জানান, তিনি ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ৷ 2007 সালে তাঁর বাবা-মা তাঁকে ভারতে রেখে বাংলাদেশে ফিরে যান ৷ এরপর তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা মনোজ শাহকে বিয়ে করেন ৷ এদিন তাঁর অসুস্থ বাবার চিকিৎসার জন্য 6 লাখ টাকা ভারতীয় মুদ্রা নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য আইসিপি ঘোজাডাঙায় এসেছিল ৷ সেখানে পৌঁছানোর পর শহিদ গাজী নামে এক মানি এক্সচেঞ্জারের কাছ থেকে ভারতীয় মুদ্রা অবৈধভাবে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করেন ৷

আরও পড়ুন:সীমান্ত পেরোতেই মুম্বইয়ে পাচার ! মালদায় গ্রেফতার দুই বাংলাদেশি মহিলা

কিন্তু, তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করার সময় বিএসএফ তাঁকে ধরে ফেলে ৷ জিজ্ঞাসাবাদের পর বিএসএফ উত্তর 24 পরগনা জেলার পানিতারের বাসিন্দা মানি এক্সচেঞ্জার শহিদ গাজীকে আটক করে ৷ বিএসএফের 153 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বাহিনীর এই সাফল্যের প্রশংসা করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details