বনগাঁ, 19 জানুয়ারি : যারা তালিবানি শাসনে বিশ্বাসী, তাদের আগামী দিনে পুলিশ দিয়ে এনকাউন্টার করানো হবে ৷ তৃণমূলকে উদ্দেশ্য করে এমনি হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC) ৷ বুধবার গাইঘাটায় চাঁদপাড়ায় পথ অবরোধ করে বিজেপি ৷ মঙ্গলবার কল্যাণীতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির উপর হামলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি ৷ সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দেন তিনি ৷ পাল্টা স্বপন মজুমদারকে নিশানা করেন বনগাঁ তৃণমূলের সভাপতি শঙ্কর দত্ত ৷ বলেন, স্বপন মজুমদারের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷
মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে বিজেপির কর্মীসভায় আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা করেছিল ৷ রামপদ দাসের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ এমনকি পুলিশে অভিযোগ করতে গেলে মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে বনগাঁ বিজেপি নেতৃত্ব ৷ সেই ঘটনার প্রতিবাদেই আজ বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি ৷ তেমনি গাইঘাটার চাঁদপাড়া বাসস্ট্যান্ডের অবরোধ কর্মসূচিতে অংশ নেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷