বনগাঁ, 17 অক্টোবর : বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পার্টি অফিসের জন্য ঘর ভাড়া দিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ৷ সেই ঘর ভাড়ার টাকা বকেয়া থাকায় বিজেপির পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে দিলেন বিধায়ক ও তাঁর ভাই ৷ যদিও, তালা লাগিয়ে দেওয়া অস্বীকার করেছেন অশোক কীর্তনীয়া ৷ আর এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বনগাঁ তৃণমূল নেতৃত্ব ৷
বিজেপির উত্তর 24 পরগনা জেলার সংগঠনকে ভেঙে বনগাঁ সাংগঠনিক জেলা করা হয় ৷ সেই সময় বনগাঁ বিজেপির পার্টি অফিস করা হয় বনগাঁ শহরের গান্ধি পল্লিতে ৷ বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিস করা হয়েছিল ৷ জানা গিয়েছে, কিছু দিন আগে বিধায়ক বৈঠকের কথা বলে জেলা অফিসের চাবি নিয়েছিলেন ৷ তার পরে আর চাবি ফেরত দেননি ৷ শনিবার সন্ধ্যায় পার্টি অফিসের সম্পাদক সুবীর সেন সেখানে গিয়ে দেখেন তালা ঝুলছে ৷ এর পর তিনি অশোক কীর্তনীয়া কাছে পার্টি অফিসের চাবি আনতে যান ৷ সুবীরবাবুর অভিযোগ, ভাড়া না পাওয়ার কারণে চাবি দিতে অস্বীকার করেন বিধায়ক ৷ ভাড়া না পেলে চাবি দেবেন না বলে জানিয়ে দেন তিনি ৷
আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল