গোপালনগর, 13 নভেম্বর :তৃণমূলের কোনও নেতা যদি গুন্ডামি বা দাদাগিরি করতে আসে, তাহলে তার হাত-পা ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমার কাছে আসবেন। মামলা হলে আমি দেখে নেব। প্রকাশ্য জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের এমনই নিদান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পাশাপাশি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকারকে হুমকি দিয়ে তিনি বলেন, "তোমার ওই শরীর নিয়ে তুমি তোমার এলাকায় ফিরে যেতে পারবে না।" পাল্টা স্বপন মজুমদারকে হুমকি দিয়ে আলোরানি সরকার জানালেন, আসুক মারধর করতে। আমরা দেখে নেব ।
কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেলের দাম কমালেও রাজ্য সরকার কেন কমাচ্ছে না? প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় গোপালনগর থানার নহাটা বাজারে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। সেই প্রতিবাদ মঞ্চকেই রাজনৈতিক হিংসা চরিতার্থ করার মাধ্যম হিসেবে বেছে নিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক ৷ স্বপন মজুমদার এদিন বলেন, "করোনা পরিস্থিতিতে আমরা সঙ্ঘবদ্ধ হতে পারিনি। নইলে দেখিয়ে দিতাম এখানে কোনও দাদাগিরি-মস্তানি চলবে না।" এরপর দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, "যদি কোনও তৃণমূল নেতা দাদাগিরি-মস্তানি করতে আসে তাহলে তার হাত-পা ভেঙে গুঁড়িয়ে দিয়ে আমার আছে আসবেন। কেস হলে আমি ছাড়িয়ে আনব।"
পাশাপাশি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "বাংলাদেশ থেকে ওনার (আলোরানি) স্বামী ওনাকে তাড়িয়ে দিয়েছে। ভারতে আসার পরে যেখানে ছিলেন সেখানে লাথি খেয়ে বনগাঁয় এসেছেন। এখানে এসে তৃণমূল ও বিজেপির মধ্যে এবং এলাকার মানুষের মধ্যে বিভিন্নভাবে সন্ত্রাসের বাতাবরণ ছড়াচ্ছেন। হাত-পা ভেঙে নেব বলছেন।" এরপর আলোরানিকে হুমকির সুরে তিনি বলেন, "আলোরানি তোমার এত শক্তি কোথা থেকে আসে। তোমাকে আমি সাবধান করে দিতে চাই। আমার একজন কার্যকর্তার গায়ে যদি আর একবার হাত পড়ে বা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা কর তবে তোমার ওই শরীর আস্ত নিয়ে তুমি তোমার এলাকায় যেতে পারবে না।"