বনগাঁ, 14 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা তৈরিতে শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে ৷ এবার পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকা সত্ত্বেও নিজের নামে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর নেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রধানের বিরুদ্ধে ৷ অভিযুক্ত প্রধানের নাম তনুজা খাতুন মোল্লা ৷ তিনি বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এবং তাঁর স্বামী হায়দার আলি মোল্লা প্রাক্তন প্রধান ৷ তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত ৷ বিজেপির অভিযোগ, শুধু প্রধান নয়, আবাস যোজনার ঘরের তালিকায় তাঁর অনেক নিকট আত্মীয়ের নামও রয়েছে ৷ যাদের প্রত্যেকেরই পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী হায়দার আলি মোল্লা (Bairampur Panchayat Pradhan and relatives in Pradhan Mantri Awas Yojana list) ৷
মঙ্গলবার পাল্লায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি তালিকা দেখিয়ে দাবি করেন, বিরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন মোল্লা ও তাঁর কয়েকজন নিকট আত্মীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ বিধায়কের আরও দাবি, প্রধান ও প্রধানের স্বামীর পাকা বাড়ি রয়েছে ৷ তাঁরা নামে-বেনামে কোটি কোটি টাকার মালিক ৷ তারপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ তালিকায় নাম থাকা প্রধানের আত্মীয়-স্বজনেরাও পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ তৃণমূল সরকারের আমলে তাঁরা সকলে দুর্নীতি করে ঘর পেয়েছেন ৷ কিন্তু যে সমস্ত গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা তাঁরা ঘর পাচ্ছেন না ৷