বিধাননগর, 9 সেপ্টেম্বর : বাগুইআটি জোড়া খুনে (Baguiati Double Murder) মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ৷ শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ (Bidhannagar Police Commissionerate) ৷ এদিন হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে ৷ পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত আদালতে (Barasat Court) ৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ ৷
গত মঙ্গলবার বাগুইআটির দুই ছাত্রকে খুনের বিষয়টি সামনে আসে ৷ ওইদিন নিহত দুই ছাত্রের পরিবার ও এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় ৷ পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তোলা হয় ৷ পরিবারের দাবি, অগস্টের মাঝামাঝি নিখোঁজ হয়ে যায় অতনু দে ও অভিষেক নস্কর নামে ওই দুই ছাত্র ৷ বাগুইআটি থানায় অভিযোগ জানানোর পর পুলিশ ৷
প্রায় 15 দিন পর জানা যায় যে বসিরহাট হাসপাতালের মর্গে রয়েছে অতনু ও অভিষেকের দেহ ৷ দশদিন আগেই দেহ উদ্ধার হয়েছিল ৷ কিন্তু পুলিশি সমন্বয়তার অভাবে পরিবারের কাছে খবর আসেনি ৷ তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায় এলাকায় ৷