বাগদা, 4 জুন : এক ভবঘুরে যুবককে রাস্তা থেকে থানায় এনে নাম-ঠিকানা উদ্ধার করে বাড়ি ফেরাল পুলিশ । বৃহস্পতিবার বাগদা থানার আমডোব বাজার এলাকা থেকে তাঁকে উদ্ধার করে বাগদা থানার পুলিশ । করোনাকালে ভবঘুরেকে উদ্ধার করে পুলিশের এভাবে বাড়ি ফেরানোর ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম শেখ হাসানুর আলম । বয়স 28 বছর । বাড়ি দক্ষিণ 24 পরগনার সাগর থানার নগেন্দ্রগঞ্জ এলাকায় ৷ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আত্মীয়রা থানায় এলে তাঁদের হাতে হাসানুরকে তুলে দেয় পুলিশ । পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই সন্তানের বাবা শেখ হাসানুর মানসিক ভারসাম্যহীন । মাস পাঁচ ছয়েক আগে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি । তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাননি পরিবারের লোকজন ৷ শ্বশুর আলুমুদ্দিন বলেন, "জামাইয়ের বাড়ির একটি ফোন নম্বর মনে ছিল । মাঝেমধ্যে ফোন করে দিল্লিতে আছে বলে জানাত ।"
পুলিশের উদ্যোগে ঘরে ফিরল দুই সন্তানের ভবঘুরে বাবা হাসানুর সম্প্রতি বাগদার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন । লকডাউনে খাবার না পেয়ে খিদের জ্বালায় কাতর হয়ে পড়েছিলেন তিনি । করোনার ভয়ে পথচলতি মানুষও তাঁকে সাহায্য করতে ভয় পাচ্ছিলেন । বুধবার সকালে কয়েকজন পুলিশকর্মী তাঁকে আমডোব বাজার এলাকার দেখতে পান । সেখান থেকে তাঁকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে আসে পুলিশ ।
আরও পড়ুন : থিয়েটার পাগল অরিন্দম জীবনের রঙ্গমঞ্চে আজ ভবঘুরে, জোটে না খাবার
বাগদা থানার পুলিশ জানিয়েছে, ওই যুবক প্রথমে নিজের নাম পরিচয় বলতে পারছিলেন না । পরে রাতের দিকে সে নিজের নাম জানিয়ে বলেন তিনি সাগরে থাকেন । সেই অনুযায়ী খোঁজখবর শুরু করে পুলিশ । যোগাযোগ করে সাগর থানায় । সাগর থানার মাধ্যমে খবর পৌঁছায় ভবঘুরে হাসানুরের বাড়িতে । খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাগদা থানায় আসেন তাঁর দাদা শেখ মনসুর আলম ও শ্বশুর শেখ আলিমুদ্দিন বেগ ৷ দাদা ও শ্বশুরকে দেখে কান্নায় ভেঙে পড়েন হাসানুর । রাতেই উপযুক্ত প্রমাণ দেখিয়ে তাঁকে বাড়ি নিয়ে যান তাঁরা ।