বাদুড়িয়া, 26 নভেম্বর: লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে ভোটের ফরমান । আঙুল উঁচিয়ে মহিলাদের হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতি প্রকাশ সরদারের ।শনিবার 'দুয়ারে সরকার' ক্যাম্পে তৃণমূল নেতার এই দাদাগিরি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাটে ।যা নিয়ে শুরু হয়েছে বিতর্কও (TMC Leader threatens people to cast their vote in favour of TMC ) ।
ঘটনায় সরব হয়েছেন বিরোধীরাও । তাদের মতে, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার সকলের । সেই প্রকল্পের সুবিধা পেতে গিয়ে যদি তৃণমূল নেতার হুমকির মুখে পড়তে হয় তা গনতন্ত্রের পক্ষে লজ্জার । তার চেয়ে আরও ভয়ংকর, সরকারি প্রকল্পের বিনিময়ে ভোটের নিদান দেওয়া ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সরকার ঘোষিত দুয়ার সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি স্কুলের নবনির্মিত বিল্ডিংয়ে । তার পরিষেবা নিতে সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ । সেই জমায়েতের বড় অংশই ছিলেন মহিলারা । এদিন দুপুর নাগাদ হঠাৎই সেই ক্যাম্পে হাজির হয়ে হম্বিতম্বি করতে দেখা যায় কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সরদারকে ।