পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Baduria Fire: বাদুড়িয়ায় অগ্নিকাণ্ডে মৃত মালিক, স্থিতিশীল আহত কর্মচারী

উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মৃত্যু হয়েছিল গোডাউন মালিক সন্দীপ ঘোষের ৷ ঘটনায় আহত হন তাঁর কর্মচারী চিন্ময় বিশ্বাস ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে ৷

Baduria Fire
বাদুড়িয়ায় অগ্নিকাণ্ডে মৃত মালিক, স্থিতিশীল আহত কর্মচারী

By

Published : Aug 23, 2021, 5:23 PM IST

বাদুড়িয়া, 23 অগস্ট: বাদুড়িয়ায় গতকাল তেলের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল গোডাউনের মালিক সন্দীপ ঘোষের ৷ ঘটনায় আহত চিন্ময় বিশ্বাসের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে ৷ গতকাল গোডাউন মালিক সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি । ঘটনার পর প্রথমে তাঁকে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে আহতকে স্থানান্তরিত করা হয় বসিরহাট জেলা হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে চিন্ময়বাবুর । তবে, সে এখন বিপদমুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর ।

এদিকে,অগ্নিকাণ্ডে মৃত সন্দীপ ঘোষকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। আকস্মিক দুর্ঘটনায় হতভম্ব স্থানীয়রাও। গোডাউনে ভয়াবহ আগুন নেভাতে না গেলে এভাবে সন্দীপকে অকালে চলে যেত হত না বলে মনে করছে অনেকেই। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে বাদুড়িয়ার জঙ্গলপুর ঘোষপাড়া এলাকায়। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার জিনিস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন এবং দমকল কর্তৃপক্ষ। কেন গোডাউনে গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তেলের গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে এনিয়ে গাফিলতি নজরে এসেছে দমকলের ।

আরও পড়ুন: দিদির হাতে রাখি পরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দাদা-ভাইয়ের

প্রসঙ্গত, গতকাল বিকেলে বাদুড়িয়ার ওই ভোজ্য তেলের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। তা নজরে আসতেই আগুন নেভাতে গোডাউনের ভিতর প্রবেশ করেন মালিক সন্দীপ ঘোষ। তখনই সেখানে আটকে পড়েন তিনি। আগুনে পুড়ে একসময় মৃত্যু হয় তাঁর। মালিককে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন গোডাউন কর্মী চিন্ময় বিশ্বাসও। পরে, দমকলকর্মীরা দেওয়াল ভেঙে গোডাউনের ভিতর থেকে সন্দীপবাবুর নিথর দেহ উদ্ধার করে । অপরজনকে উদ্বার করা হয় গুরুতর আহত অবস্থায় । গোডাউনের ভিতর মজুত করা বিভিন্ন জিনিস পুড়ে নষ্ট হয়ে যায়।

ABOUT THE AUTHOR

...view details