পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Babu Master Arrested: কার্তুজ-সহ পুলিশের জালে হাসনাবাদের 'বাবু মাস্টার'

আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত আবারও পুলিশের জালে বাবু মাস্টার (Babu Master Arrested)। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ (Case filed against Babu Master)।

Babu Master of Hasanabad arrested with firearms
Babu Master Arrested

By

Published : Jun 18, 2022, 4:21 PM IST

হাসনাবাদ, 18 জুন:আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত আবারও পুলিশের জালে ফিরোজ কামাল গাজী ওরফে 'বাবু মাস্টার' (Babu Master arrested with firearms)। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হাসনাবাদের মুরারিশাহ পঞ্চায়েতের গাজীপুর এলাকায় তল্লাশি চালায় তাঁর গাড়িতে । সেই সময় গাজীপুরের মডেল বাজারের বাড়িতে ফিরছিলেন বাবু মাস্টার (Babu Master)। তখনই তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালালে এই সাফল্য মেলে পুলিশের।

পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

উল্লেখ্য, এর আগেও আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত পুলিশের হাতে ধরা পড়েছিলেন হাসনাবাদের এই দাপুটে নেতা । তখন তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত ছিলেন । এখন অবশ্য তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই ।

সূত্রের খবর, গত জানুয়ারি মাসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে খবর আসে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন রাস্তার ধারে একটি সন্দেহজনক চার চাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে । সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে প্রথমে তিনজনকে আটক করে । তল্লাশি চালিয়ে সেই গাড়ি থেকে মেলে একটি আগ্নেয়াস্ত্র এবং দু-রাউন্ড কার্তুজও । এরপর গাড়ি সমেত আটক তিনজনকে নিয়ে যাওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায় । আগ্নেয়াস্ত্র রাখার স্বপক্ষে কোনও সদুত্তর দিতে না পারায় পরে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ (Babu Master of Hasanabad arrested with firearms)।

জানা গিয়েছে, ধৃত তিনজনের মধ্যে রয়েছে বিজেপি নেতা ফিরোজ কামাল গাজী ওরফে 'বাবু মাস্টার' (BJP leader Babu Master)। এই ঘটনায় কয়েকমাস জেলও খাটেন তিনি । পরে জামিনে ছাড়া পান বাবু মাস্টার । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আগ্নেয়াস্ত্র, কার্তুজ সমেত পুলিশের হাতে গ্রেফতার হলেন হাসনাবাদের 'বাবু মাস্টার' । তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে । এছাড়া হিংসা, অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগও আনা হয়েছে ধৃত বাবু মাস্টারের বিরুদ্ধে । এদিকে ধৃতকে নিজেদের হেফাজতে নিতে শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেন হাসনাবাদ থানার পুলিশ ।

প্রসঙ্গত, বাম আমলে দাপুটে এই বাবু মাস্টারের বিরুদ্ধে লুঠতরাজ, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ উঠেছিল । পরবর্তী সময়ে তিনি সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে । পঞ্চায়েত ভোটে জিতে এক সময় উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্বেও ছিলেন এই তৃণমূল নেতা । কিন্তু বিধানসভা ভোটের ঠিক মুখে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন 'বাবু মাস্টার' ।

আরও পড়ুন: Agnipath Scheme protest: ব্যারাকপুরে অগ্নিপথ বিক্ষোভে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

নির্বাচনী আবহে মিনাখাঁয় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনাও ঘটে । দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছিলেন বিজেপি নেতা 'বাবু মাস্টার' । যোগদানের কয়েকমাস যেতে না যেতে বিজেপির প্রতি মোহভঙ্গ হয় তাঁর । দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপি পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি । পুরনো দলের প্রশংসা করে তৃণমূলে ফেরার ইঙ্গিতও দেন 'বাবু মাস্টার' । তবে এখনও তাঁকে ফেরানো হয়নি তৃণমূলে ।

ABOUT THE AUTHOR

...view details