পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sweta Chakraborty Resumes Work: কামারহাটি পৌরসভায় কাজে যোগ দিলেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী - শ্বেতা চক্রবর্তী

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নের সঙ্গে শ্বেতা চক্রবর্তীর নাম উঠে এসেছে ৷ তিনি কামারহাটি পৌরসভায় সাব-ইঞ্জিনিয়ার ৷ বৃহস্পতিবার তিনি কামারহাটি পৌরসভায় কাজে যোগ দেন (SSC Recruitment Scam accused Ayan Sil's close aide Sweta Chakraborty) ৷

Sweta Chakraborty
শ্বেতা চক্রবর্তী

By

Published : Mar 24, 2023, 7:00 AM IST

Updated : Mar 24, 2023, 2:06 PM IST

কামারহাটি পৌরসভায় কাজে যোগ দিলেন শ্বেতা চক্রবর্তী

কামারহাটি, 24 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল গ্রেফতার হন ৷ গত 18 মার্চ অয়ন শীলের বাড়ি, অফিসে 37 ঘণ্টা তল্লাশি চালানো হয় ৷ তারপরই তিনি গ্রেফতার হন । এরপর তাঁর ফোন থেকে জানা যায় ইডির অভিযানের একদিন আগেই অয়নকে সতর্ক করে একটি মেসেজ পাঠানো হয়েছিল। ওই ফোন নম্বরটি যাচাই করা হয়। জানা যায় নম্বরটি শ্বেতা চক্রবর্তীর । তিনি প্রোমোটার অয়ন শীলের ঘনিষ্ঠ ৷ ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন ও শ্বেতার মধ্যে বিশাল অঙ্কের টাকা লেনদেন হয়েছে ৷ ব্য়াংক অ্যাকাউন্ট থেকে সেই নথি পাওয়া গিয়েছে ৷ এমনকী অয়ন শীল শ্বেতাকে বিলাসবহুল গাড়িও উপহার দিয়েছেন ৷ উল্লেখ্য, শ্বেতা চক্রবর্তী কামারহাটি পৌরসভায় কিন্তু সাব-ইঞ্জিনিয়ার পদে কর্মরত (Ayan Sil close-aide Sweta Chakraborty Sub Engineer joins Kamarhati Municipality) ৷ মিডিয়ায় অয়ন শীলের সূত্রে তাঁর নাম সামনে আসে ৷ সূত্রে জানা গিয়েছে, এরপর বৃহস্পতিবার কামারহাটি পৌরসভায় কাজে ফিরেছেন তিনি ৷

শ্বেতা চক্রবর্তীর বাবা অরুণ চক্রবর্তী জানিয়েছেন, তাঁর মেয়ে অয়ন শীলের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন ৷ পরে অয়নের স্ত্রী কাকলি শীল তাঁর ব্যবসার দেখাশোনা করার ভার দেন শ্বেতার উপর ৷ সেই সূত্রে শ্বেতা চক্রবর্তীর সঙ্গে অয়নের কোম্পানির যোগাযোগ ৷ এরপর শ্বেতা চক্রবর্তী দাবি করেন, তিনি এসবের বিন্দু বিসর্গ জানেন না ৷ তিনি অয়ন শীলকে কোনও মেসেজ করেননি ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ৷ এর সঙ্গে তিনি এও জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে তলব করলে, তিনি হাজিরা দেবেন ৷

এরপর তাঁকে বৃহস্পতিবার কামারহাটি পৌরসভায় কাজে যোগ দিতে দেখা যায় ৷ এ বিষয়ে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি জানান, গত শনিবারের পর বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন ৷ তিনি অনেকদিন ধরে এই পৌরসভায় সাব ইঞ্জিনিয়ার পদে কর্মরত ৷ মধ্যিখানে যে ক'টি দিন তিনি আসেননি, সে বিষয়ে পৌরসভার এগজিকিউটিভ অফিসার বিস্তারিত বলতে পারবেন ৷ তবে পৌরসভার তরফে শ্বেতার বিরুদ্ধে কোনও অভিযোগ তাঁরা পাননি ৷

আরও পড়ুন: শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার কোম্পানিতে লেনদেন কালীঘাটের কাকুর, ইডি'র হাতে ব্যালেন্স শিট

Last Updated : Mar 24, 2023, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details