পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যমগ্রামে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, খুনের চেষ্টা BJP কর্মীকে ; অভিযুক্ত তৃণমূল

মধ্যমগ্রামে BJP কর্মী আরাফাত রহমানকে বেধড়ক মারধরের পর খুনের চেষ্টা ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কয়েকদিন ধরেই তাঁর পরিবারের উপর অত্যাচার চালাচ্ছিল ৷ আরাফাতের দিদিকেও ধর্ষণের চেষ্টা করা হয় ৷ গতকাল দুপুরে তাঁর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ গুরুতর অবস্থায় আরাফাতকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন ৷

By

Published : Jul 31, 2019, 11:15 AM IST

ফাইল ফোটো

বারাসত, 31 জুলাই : এক BJP কর্মীকে বেধড়ক মারধরের পর খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত BJP কর্মীর নাম আরাফাত রহমান (২৭) । গুরুতর অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি মধ্যমগ্রামের কেমিয়া খামারপাড়ার বাঁকড়ার ।

গতকাল দুপুরে আরাফাত বাড়ির বাইরে বেরিয়েছিলেন ৷ অভিযোগ, সেইসময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়৷ প্রথমে বাঁশ,লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে বন্দুকের বাঁট দিয়ে মারতে থাকে ৷ পরে গুলি করতে গেলে পরিবারের লোকজন চলে আসেন ঘটনাস্থানে ৷ আরাফাতকে বাঁচাতে এসে তাঁর দাদা হাবিবুল রহমানসহ পরিবারের কয়েকজনও হেনস্থা শিকার হন ৷ চিৎকার চেঁচামেচি শুরু হতেই জড়ো হন স্থানীয়রা ৷ পালিয়ে যায় হামলাকারীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ গুরুতর অবস্থায় আরাফাতকে বারাসত জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

হাবিবুল রহমান বলেন, "আমাদের গোটা পরিবার BJP-র সঙ্গে যুক্ত । এই আক্রোশেই মিজানুর রহমান, রাকিবুল ইসলাম, ইউসুফ আলি, সাদ্দাম হোসেন সহ তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের ওপর অত্যাচার চালাচ্ছে । মাস তিনেক আগে আমাকে ও আমার জামাইবাবু জিয়াউল হোসেনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল ওরা । দিদিকেও ধর্ষণের চেষ্টা করা হয় । সেই সময় পুলিশের কাছে গেলেও আমরা কোন‌ও সহযোগিতা পাইনি । পরে কোর্টের দ্বারস্থ হলে, সেই চাপে শুধুমাত্র ডায়েরি নেয় মধ্যমগ্রাম থানার পুলিশ । ফলে, কোর্ট থেকে সহজেই জামিন পেয়ে যায় দুষ্কৃতীরা ৷" তিনি আরও বলেন,"জামিন পাওয়ার পর ফের এলাকায় ঢুকে BJP কর্মীদের বাড়িতে তাণ্ডব চালাতে শুরু করে ৷ আমার ভাই আরাফাতকে বন্দুকের বাঁট দিয়ে মেরে খুনের চেষ্টা করা হয় । ওকে বাঁচাতে গিয়ে আমরাও আক্রান্ত হ‌ই ৷" ঘটনার পর‌ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত BJP কর্মীর পরিবার । যদিও ঘটনার সঙ্গে রাজনীতির কোন‌ও সম্পর্ক নেই বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বর । তাদের কথায়, "এটা সম্পূর্ণ পারিবারিক বিবাদ । তৃণমূলকে বদনাম করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে ।

ABOUT THE AUTHOR

...view details