পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েত সমিতির সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টা - পঞ্চায়েত সমিতি

বসিরহাটে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ ৷স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করেন।

Panchayat Samiti
কুপিয়ে খুনের চেষ্টা

By

Published : Nov 24, 2020, 10:59 PM IST

বসিরহাট, 24 নভেম্বর : রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের নারায়ণপুর গ্রামে।পুলিশ জানিয়েছে, আক্রান্তের তৃণমূল নেতার নাম প্রশান্ত ঘোষ। তিনি বসিরহাট-এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ন"টা নাগাদ শোলাদানা বাজার থেকে বাইকে করে বাড়ি ফিরছিল। নারায়ণপুরের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতী তাঁর মোটর বাইক দাঁড় করায়। অভিযোগ, তখন পিছন দিক থেকে কয়েকজন তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। চিৎকার চেঁচামেচিতে শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করেন।

উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা শাহানুর মন্ডল বলেন, 'প্রশান্ত ঘোষের দুই পায়ে কোপ লেগেছে। কারা এই ঘটনা জড়িত, পুলিশ তা তদন্ত করে দেখছে। আমরা দোষীদের বিরুদ্ধে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।'

ABOUT THE AUTHOR

...view details