পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nimta Attempt to Murder Case : শাড়ি বিক্রেতার ছদ্মবেশে যুবতীকে ঘরে ঢুকে খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য নিমতায় - attempt to murder allegation on a young woman at Nimta

শাড়ি বিক্রির অছিলায় ঘরে ঢুকে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক ব‍্যাক্তির বিরুদ্ধে (Attempt to murder allegation on young woman at Nimta) ৷ বুধবার ভরদুপুরে চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল নিমতার অরবিন্দ নগরে ৷

Nimta Attempt to Murder Case
শাড়ি বিক্রেতার ছদ্মবেশে যুবতীকে ঘরে ঢুকে খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য নিমতায়

By

Published : May 4, 2022, 9:44 PM IST

নিমতা, 4 মে:বহরমপুর মেস থেকে ডেকে নিয়ে গিয়ে ছাত্রী খুনের ঘটনা রেশ এখনও টাটকা ৷ এরই মধ্যে উত্তর 24 পরগনার নিমতায় খানিকটা একই কায়দায় গৃহবধূকে হত্যার ছক ৷ যদিও এ যাত্রায় খুনের চেষ্টা ব্যর্থ দুষ্কৃতীর ৷ শাড়ি বিক্রির অছিলায় ঘরে ঢুকে মহিলাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক ব‍্যাক্তির বিরুদ্ধে (attempt to murder allegation on a young woman at Nimta) ৷ বুধবার ভরদুপুরে চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল নিমতার অরবিন্দ নগরে ৷ ঘটনার পিছনে তাঁর স্বামীর হাত থাকতে পারে বলে অনুমান আক্রান্ত মহিলার ৷ নিমতা থানায় অভিযোগ দায়ের হলেও এখনও আতঙ্কে রয়েছে তিনি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও ধরা সম্ভব হয়নি দুষ্কৃতীকে।

তিন বছরের মেয়েকে নিয়ে সুমনা চক্রবর্তী নামে ওই মহিলা নিমতার বাপের বাড়িতে থাকেন বলে জানা গিয়েছে ৷ স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে দিনকয়েক আগে পুলিশের দ্বারস্থ হন সুমনা। এরই মধ্যে বুধবারের ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁর সন্দেহের তীর স্বামীর দিকে ৷ আক্রান্ত সুমনা জানান, এদিন দুপুরে তিন বছরের মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন ৷ তখনই শাড়ি ব‍িক্রেতার ছদ্মবেশে ওই দুষ্কৃতী তাঁর বাড়িতে আসে ৷ শাড়ি নেওয়ার জন্য তাঁকে জোর করতে থাকে সে ৷ কিন্তু সুমনা সে সবে পাত্তা না-দেওয়ায় ওই শাড়ি ব‍্যবসায়ী ঘরে ঢুকে পড়ে ৷ এরপর কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে একটি ছুরি বের করে সুমনাকে প্রাণে মারার চেষ্টা করে সে ৷ কিন্তু তাঁর মা সে সময় চলে আসায় চিৎকার-চেঁচামেচি শুনে চম্পট দেয় দুষ্কৃতী ৷

আরও পড়ুন : ছাত্রী খুনের ঘটনায় বহরমপুরে ফরেন্সিক দল
সুমনা বলেন, "বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করার কিছুদিন পরেই স্বামীর থেকে একটি হুমকি ফোন এসেছিল আমার কাছে ৷ বলা হয়, অভিযোগ প্রত্যাহার না করলে আমাকে এবং আমার মেয়েকে প্রাণে মেরে ফেলা হবে ৷ তাও পুলিশকে জানানো হয়েছিল ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ আমার সন্দেহ ওই লোকটিকে আমার স্বামীই পাঠিয়েছিল খুন করাতে ৷" হুমকি ফোনের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details