হালিশহর, 29 ডিসেম্বর : তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । হালিশহর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নতুন বারুইপাড়া এলাকার ঘটনা । ইতিমধ্যেই বিজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিবার ৷ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সত্যরঞ্জন দাস । গতকাল বিকেলে দলের বঙ্গ ধ্বনি যাত্রায় যোগ দিতে যান তিনি । অভিযোগ, তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে হুমকি দেয় । মিছিলে যোগ দিলে ফল ভালো হবে না বলেও ভয় দেখানো হয় তাঁকে । এরপরই রাতে ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত তিন দুষ্কৃতীরা । ইট দিয়ে বাড়ির প্রতিটি জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় । যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না সত্যরঞ্জন দাস । তখন শিশুকে নিয়ে বাড়িতে ছিলেন সত্যরঞ্জনবাবুর পুত্রবধূ রুমকি দাস। ভাঙচুরের আওয়াজ পেয়ে বাইরে বেরতেই বাইক নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। এরপরই বীজপুর থানায় দায়ের করা হয় অভিযোগ ৷
এবিষয়ে সত্যরঞ্জন দাস বলেন, " গতকাল রাতে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে । সেই সময় নাতনি ও আমার পুত্রবধূ বাড়িতে ছিল । আমার স্ত্রী মেয়েকে শ্বশুর বাড়ি ইছাপুরে ছিলেন । পুলিশকে বিষয়টি জানিয়েছি ৷ ঘটনার তদন্ত করছেন তাঁরা ৷"