দত্তপুকুর, 29 অক্টোবর : নিখোঁজ হওয়ার দু'দিন পর পাশের গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার দেহ । পুলিশ জানায়, উদ্ধারের সময় নাবালিকার দেহে কোনও পোশাক ছিল না । এরপরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলে, ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে । তাই এই ঘটনার প্রতিবাদে জোরালো আন্দোলন গড়ে তুলতে মাইকে প্রচার করছিলেন কয়েকজন । অভিযোগ, সেই সময় দু'জন প্রচার গাড়ি আটকায় । তারপর আন্দোলনকারীদের বেধড়ক মারধর করেন । দত্তপুকুর থানা এলাকার ঘটনা ।
পুলিশ সূত্রে জানা গেছে, 17 সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে বাড়িতে একাই ছিল 6 বছরের রিয়া(নাম পরিবর্তিত) । বাবা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন । ওই দিন সকাল বেলা বাড়ি থেকে বেরিয়েছিল রিয়া । তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার । দু'দিন পর পাশের গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ । তদন্তে জানা যায়, উদ্ধারের সময় ওই নাবালিকার শরীরে কোনও পোশাক ছিল না । পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল ।