বিধাননগর, 7 ফেব্রুয়ারি:পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক আশা কর্মী ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের (All India coordination committee of ASHA workers) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় । পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ চলে আশা কর্মীদের তর্ক-বিতর্ক । এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । এদিন সল্টলেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো সকল আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের কাছে জমায়েত হয়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল তাঁদের । তার আগেই পুলিশ আশা কর্মীদেরকে আটকে দেয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।
আশা কর্মী ইউনিয়নের দাবি, তাদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে । তাঁরা যে ফরম্যাটের টাকা পান, তা এককালীন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বকেয়া সমস্ত প্রাপ্য, করোনা ভাতা 15 হাজার টাকা দিতে হবে । করোনা আক্রান্তদের বিমার ঘোষিত এক লক্ষ টাকা এবং মোবাইল প্রদান-সহ 12 দফা দাবিতে আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এই স্বাস্থ্য ভবন অভিযান হয় ।