পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ASHA Workers Protest: স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ এক আশা কর্মী - ASHA worker falls ill during scuffle with police

আশা কর্মীদের কেন্দ্রীয় বাজেট পোড়ানোয় বাধা পুলিশের । এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আশা কর্মীদের (ASHA Workers Protest) । ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক আশা কর্মী ৷

ASHA Workers
আশা কর্মী

By

Published : Feb 7, 2023, 6:17 PM IST

বিধাননগর, 7 ফেব্রুয়ারি:পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন এক আশা কর্মী ৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের (All India coordination committee of ASHA workers) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় । পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ চলে আশা কর্মীদের তর্ক-বিতর্ক । এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । এদিন সল্টলেকে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো সকল আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের কাছে জমায়েত হয়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল তাঁদের । তার আগেই পুলিশ আশা কর্মীদেরকে আটকে দেয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ।

আশা কর্মী ইউনিয়নের দাবি, তাদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিয়ে স্থায়ী বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে । তাঁরা যে ফরম্যাটের টাকা পান, তা এককালীন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বকেয়া সমস্ত প্রাপ্য, করোনা ভাতা 15 হাজার টাকা দিতে হবে । করোনা আক্রান্তদের বিমার ঘোষিত এক লক্ষ টাকা এবং মোবাইল প্রদান-সহ 12 দফা দাবিতে আজ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের এই স্বাস্থ্য ভবন অভিযান হয় ।

অভিযান ঘিরেই স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। স্বাস্থ্য ভবনের সামনে পেট্রোল ঢেলে আশা কর্মীরা কেন্দ্রীয় বাজেট পোড়াতে যায় ৷ তাতে বাধা দেয় পুলিশ । এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আশা কর্মীদের । পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক আশা কর্মী অসুস্থ হয়ে পড়েন (ASHA worker falls ill during scuffle with police) ৷ তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

জানা গিয়েছে, আশা কর্মীদের 10 জনের একটি দল স্বাস্থ্য ভবনে যান আধিকারিকদের সঙ্গে কথা বলতে । স্বাস্থ্য আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা । সেই 12 দফা ডেপুটেশনে আশা কর্মীরা দাবি করেন, রাজ্যের এবারের বাজেটে তাদের বেতন বাড়নোর প্রস্তাব থাকবে হবে ৷ অন্যান্য রাজ্যের মতো আশা কর্মীদের 25 হাজার টাকা বেতন দিতে হবে ৷ সূত্রের খবর, ডেপুটেশন গ্রহণ করেছেন স্বাস্থ অধিকর্তা ৷ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আশা কর্মীদের দাবি-দাবা খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ৷

আরও পড়ুন:আরও আশা কর্মী চাই ! স্বাস্থ্যভবনকে চিঠি দিল কলকাতা পৌরনিগম

ABOUT THE AUTHOR

...view details