পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার জামাইবাবু - বারাসত আদালত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী গোবরডাঙা এলাকায় তাঁর দিদি-জামাইবাবুর কাছে থাকে । ওই কিশোরীর দিদি মাঝে মাঝে বাড়ি থাকত না । সেই সুযোগ নিয়ে অভিযুক্ত একাধিকবার তার শ্লীলতাহানির চেষ্টা করে ।

Arrested son-in-law accused of molesting teenager
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ

By

Published : Nov 7, 2020, 10:01 AM IST

গোবরডাঙা, 7 নভেম্বর : 13 বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে জামাইবাবুকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকার । অভিযুক্ত সম্পর্কে ওই কিশোরীর নিজের জামাইবাবু । অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাঁকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী তার দিদি-জামাইবাবুর কাছে থাকে । ওই কিশোরীর দিদি মাঝেমাঝে বাড়ি থাকত না । সেই সুযোগ নিয়ে অভিযুক্ত একাধিকবার তার শ্লীলতাহানির চেষ্টা করে । পরশু ওই কিশোরী জামাইবাবুর ভয়ে পাশের গ্রামে কাকিমার কাছে চলে যায় । সেখানেও জামাইবাবু চলে যায় । সেখানে গিয়েও তার শ্লীলতাহানির চেষ্টা করে । ওই দিন রাতে ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ।

সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে । তারপর তাকে বারাসত আদালতে পাঠানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details