দেগঙ্গা, 19 মে : জাল দলিল চক্রের পর্দাফাঁস হল উত্তর 24 পরগনার দেগঙ্গায় । দলিল মিউটেশন করতে এসে বিএলআরও অফিসে হাতেনাতে ধরা পড়লেন এই চক্রের এক পান্ডা (Arrested one man with Fake documents in Deganga)। পরে হারুন মণ্ডল নামে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ । জাল দলিল চক্রের পিছনে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি দেগঙ্গার হাদিপুর 2 নম্বর পঞ্চায়েতের জামালপুরের বাসিন্দা । বৃহস্পতিবার দেগঙ্গার বিএলআরও অফিসে এসে সে 1998 সালের একটি জমির দলিল দাখিল করেন । সেই জমির দলিল দেখে সন্দেহ হয় মিউটেশন অফিসার সুদেব চন্দ্রের । এরপর বিষয়টি জানানো হয় বিএলআরও পার্থ লোধকে । তিনি বিষয়টি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ ভূমি রাজস্ব সংস্কার অধিকরণ দফতরের অনলাইন ওয়েবসাইট চেক করার মনস্থির করেন ।
আরও পড়ুন :টাকা দিলেই মিলছে সরকারি নথি, ভাঙড়ে ধৃত যুবক
চেক করতে গিয়ে তিনি লক্ষ্য করেন, হারুন মণ্ডল নামে ওই ব্যক্তি যে দলিল নম্বর সাবমিট করেছেন বিএলআরও অফিসে সেটি সম্পূর্ণ জাল । এরকম কোনও দলিলের দাগ নম্বর নথিভুক্ত নেই সেখানে । ফলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় বিএলআরও পার্থ লোধের কাছে । এরপর জাল নথি চক্রের ওই পান্ডাকে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এসে আটক ব্যক্তিকে নিয়ে যায় বিএলআরও অফিস থেকে । পরে লিখিত অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় তাকে । সরকারি অফিসে জাল দলিল চক্রের পর্দাফাঁস হতেই এদিন চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গার বিএলআরও অফিস চত্বরে ।
এই বিষয়ে দেগঙ্গার বিএলআরও পার্থ লোধ বলেন, "যারা জমি সংক্রান্ত দলিল নিয়ে জালিয়াতি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার । এই ধরনের জালিয়াতি রুখতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে । না-হলে জালিয়াতির ঘটনা বেড়েই চলবে ৷" সাধারণ মানুষকে জাগ্রত করতে আগামিদিনে পুলিশকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলেও জানিয়েছেন তিনি ৷ যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে জাল দলিল চক্রে ধৃত হারুন মণ্ডল ।