বারাসত, 18 সেপ্টেম্বর: পেটিএমের সূত্র ধরে গ্রেপ্তার হাবরার জোড়া খুনে অভিযুক্ত তন্ময় বর । বৃহস্পতিবার সন্ধের পর বারাসত-ব্যারাকপুর রোডের নীলগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ।
বুধবার ভোর-রাতে হাবরার কুমড়া পঞ্চায়েতের টুনিঘাটা গ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হন দম্পতি রামকৃষ্ণ মণ্ডল ও লীলা মণ্ডল । সেই খুনে মূল অভিযুক্ত তন্ময় বর ঘটনার পরেই বেপাত্তা হয়ে যায় । তাকে ধরতে পুলিশি তৎপরতা শুরু হয় । অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর ও DSP (সদর) রোহেদ শেখের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় । শুরু হয় ফোন ট্র্যাক করা । যার মাধ্যমে গোয়েন্দা জানতে পারেন, তন্ময় প্রথমে কলকাতায় আত্মগোপন করেছিল । তারপর সেখান থেকে দুর্গাপুরের এক আত্মীয়ের বাড়িতে যায় । সেখান থেকে ব্যারাকপুরের নীলগঞ্জ এলাকায় ফিরে আসে । এর মধ্যে তন্ময়ের সঙ্গে থাকা টাকা ফুরিয়ে এসেছিল । পরিচিত একজনকে পেটিএমে টাকা পাঠানোর কথা বলেছিল সে । সেই পেটিএম সূত্র ধরেই বৃহস্পতিবার সন্ধের পর নীলগঞ্জ থেকে তন্ময় বরকে গ্রেপ্তার করল পুলিশ ।