খড়দা, 27 ডিসেম্বর : গড়গড় করে খুনের কথা বলে গেল নিষ্পলক দু‘টি চোখ ৷ খড়দায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনার কিনারা করতে গিয়ে পুলিশি জেরায় উঠে এল আরেক খুনের স্বীকারোক্তি ৷ সংবাদমাধ্যমের সামনে জানাল একাধিক খুনে অভিযুক্ত বিপ্লব দাস (Khardaha Murder Case) ৷
প্রসঙ্গত, রবিবার খড়দা থানার সোদপুর পানিহাটির গিরিবালা গঙ্গার ঘাটে শিবনাথ দাস নামে (40) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় । এই খুনের কিনারা করতে গিয়ে ঘটনাস্থল থেকে বিপ্লব দাস নামে এক যুবককে আটক করে খড়দা থানার পুলিশ । এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়ে খুনের ঘটনার কথা স্বীকার করে নেয় সে ৷
আরও পড়ুন :Teenage murder in Burdwan : বর্ধমানে কিশোর খুনের নেপথ্যে প্রেমিকার বাবা ! আটক অভিযুক্ত
এরপর পুলিশ ধৃত বিপ্লব দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মোবাইল, ব্যাগ ও টাকা-পয়সা । উদ্ধার হওয়া জিনিসগুলি পরীক্ষা করতে গিয়ে 19 ডিসেম্বর খুন হওয়া মধ্যমগ্রামের শেখর পালের খোয়া যাওয়া জিনিস উদ্ধার হয় । এরপর শেখর পালের খুনের কথা স্বীকার করে বিপ্লব ।
জানা গিয়েছে, গিরিবালা গঙ্গার ঘাটে পুলিশি তদন্তের সময় ঘটনাস্থলের আশেপাশে সন্দেহজনকভাবে বিপ্লব দাসকে ঘোরাফেরা করতে দেখে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় । তারপর জেরায় সমস্ত খুনের কথা স্বীকার করে বিপ্লব জানায়, শিবনাথ অকথ্য গালিগালাজ করায় সে রাগের মাথায় ইট দিয়ে মেরে গঙ্গার পাড়ে পুঁতে ফেলে তাঁকে ।