পানিহাটি, 2 জুন:দই-চিঁড়ের মেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ গতবার পানিহাটির ঐতিহাসিক চিঁড়ের বেলায় অত্যন্ত গরমে ও ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে ৷ আহত হন অনেকে ৷ প্রায় 500 বছরের উপরে এই উৎসব চলে আসছে ৷ বর্তমানে এই মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় ৷
কথিত আছে, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এখানে এসে ভক্তদের মাঝে দই-চিঁড়ে খান ও ফলাহার করেন ৷ এখানেই এই মেলার মাহাত্ম্য ৷ সেই থেকেই এই মেলার সূচনা ৷ তবে গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে পানিহাটি পৌরসভা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে অতিরিক্ত ব্যবস্থাপনা করা হয়েছে এই বছর ৷
ভক্তদের জন্য রাখা হচ্ছে ঠান্ডা শরবতের ব্যবস্থা ৷ কেউ অসুস্থ হলে তাদের জন্য চিকিৎসক ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে ৷ পানিহাটি পৌরসভা কর্তৃপক্ষ, পানিহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগ, এলাকার বিধায়ক ও পানিহাটি পৌরসভার অধিকাংশ কাউন্সিলর এই মেলার তদারকি করছেন ৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসিপি আশিস মৌর্য, খড়দহ থানার আধিকারিক রাজকুমার সরকার, আধিকারিক দেবাশিস সরকার-সহ প্রায় 400 পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে ৷
আরও পড়ুন: এভারেস্ট দিবসে তেনজিং নোরগেকে সম্মান জানিয়ে বিশেষ ট্রেকিং রুট
তিনটে রাস্তা দিয়ে পুণ্যার্থীরা এই মেলায় প্রবেশ করবেন, বাইরে বেরনোর জন্য থাকছে তিনটি গেট ৷ এছাড়াও নদীপথে যাতায়াতের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা ৷ নতুন জেটি থেকে লঞ্চ ছাড়ার ব্যবস্থা থাকছে ৷ ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন,"গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা করেছি এবং এখনও পর্যন্ত মেলা নির্বিঘ্নেই চলছে । এবারে রাস্তার ধারে কোনওরকম কোনও হকার বা কোনও দোকান করতে দেওয়া হয়নি ৷ প্রশাসনের তরফে জল, শরবতের ব্যবস্থা করা হয়েছে । গতবারের থেকে এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি ৷" এবার যে পুণ্যার্থীরা আসছেন তাদের মধ্যে বেশ কয়েকজন জানান, গত বছরের ঘটনা যদি না ঘটত তাহলে এরকম ব্যবস্থা হত না ৷ এবার খুব ভালো ব্যবস্থা হয়েছে ৷