কলকাতা, 29 মে : মঙ্গলবারই নোটিশ পাঠিয়েছিল CBI । সেই মতো আজ CGO কমপ্লেক্সে হাজিরা দিতে গেলেন অর্ণব ঘোষ । বুধবার সকাল দশটা নাগাদ তিনি CGO কমপ্লেক্সে যান তিনি । সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন অর্ণব। সেই সময় অর্ণব ঘোষ ছিলেন বিধাননগরের DCDD।
2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI।
সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । রাজীব কুমারের সঙ্গেই CBI-এর নজরে ছিলেন অর্ণব ঘোষও।
অন্যদিকে, আজ CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তৎকালীন সাব ইন্সপেক্টর আর আই মোল্লা । তাঁকে সারদা মামলায় তলব করেছিল CBI । সারদা মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি ।