কলকাতা, 30 মে : নির্দেশ মতো ফের CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন অর্ণব ঘোষ । আজ সকাল 10টা নাগাদ আসেন তিনি । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
মঙ্গলবার নোটিশ পাঠিয়েছিল CBI । সেই মতো গতকাল CGO কমপ্লেক্সে হাজির দেন অর্ণব ঘোষ । সাড়ে 9 ঘণ্টা জেরা করা হয় তাঁকে । তখনই আজ ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । একাধিক নথি নিয়ে অর্ণব আজ CGO কমপ্লেক্সে আসেন । সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন এই অর্ণব ঘোষ। তখন তিনি ছিলেন বিধাননগরের DCDD।