পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arjun Singh: ‘ভালো মানুষ’ জ্যোতিপ্রিয়কে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস অর্জুনের

Arjun Singh Comments on Jyotipriya Mallick: এক সময়ের শত্রু, এখন মিত্র জ্যোতিপ্রিয় মল্লিককে আইনি সহায়তার আশ্বাস দিলেন অর্জুন সিং । ব্যারাকপুরের সাংসদ জেলে গিয়ে দেখা করবেন বলেও জানিয়েছেন । এই নিয়ে জোর চর্চা তৃণমূলের অন্দরে ।

Arjun Singh
Arjun Singh

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 8:49 PM IST

‘ভালো মানুষ’ জ্যোতিপ্রিয়কে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস অর্জুনের

ব‍্যারাকপুর, 2 নভেম্বর: কখনও নতুন-পুরনো তৃণমূল তত্ত্ব ! আবার কখনও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা ! জ্যোতিপ্রিয় কাণ্ডে যখন তৃণমূল নেতৃত্বের একাংশ দলের থেকে তাঁর দূরত্ব তৈরি করতে চাইছেন । তখন কিন্তু এসবের পরোয়া না করে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার আশ্বাস দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শুধু আইনি সাহায্য করাই নয়, ইডি হেফাজত থেকে যখনই প্রাক্তন খাদমন্ত্রী জেল হেফাজতে যাবেন, তখনই অর্জুন সিং জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়ে দিয়েছেন । যা ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ।

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শ‍্যামনগরে রত্নেশ্বর শ্মশান ঘাটে পিস হেভেনের উদ্বোধন করতে আসেন ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় কাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি । এমনকি রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী গ্রেফতার হলেও জ্যোতিপ্রিয় মল্লিক ভালো মানুষ ছিলেন বলে মনে করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা ।

এই বিষয়ে অর্জুন সিং বলেন, "উনি (জ্যোতিপ্রিয়) একজন ভালো মানুষ । যেদিন ওঁকে জেল হেফাজতে পাঠানো হবে ।সেদিনই আমি ওঁর সঙ্গে জেলে গিয়ে দেখা করব । পাশে দাঁড়াব । ওঁর যদি কোনও আইনি সহায়তার প্রয়োজন হয়, সেটা দিয়ে ওঁকে সাহায্য করব ৷"

উত্তর 24 পরগনার শ‍্যামনগরে রত্নেশ্বর শ্মশান ঘাটে পিস হেভেনের উদ্বোধনে ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং

তৃণমূল ছেড়ে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয় তৎকালীন খাদ‍্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । বিভিন্ন সময়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণও করতে দেখা যায় । কখনও 'গুন্ডা', কখনও 'ক্রিমিনাল' বলে অর্জুন সিং-কে কটাক্ষও করেছিলেন তিনি । যদিও পরবর্তী সময়ে অর্জুন সিং বিজেপি ছেড়ে তাঁর পুরনো দলে ফিরে আসেন ।

জ‍্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর সংঘাতের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে এ দিন অর্জুন সিং বলেন, "তাতে কী আছে ! এর আগে তো ওঁর সঙ্গে ভালো সম্পর্কই ছিল । ওঁর আইডিয়োলজি তখন যেরকম ছিল, সেরকম কথা বলেছেন । আমার আইডিয়োলজি যা ছিল, সেরকমই তাই বলেছি । এখন আমার আইডিয়োলজি পরিবর্তন করেছি । ওঁর পক্ষেই রয়েছি । মানসিকভাবে পক্ষে থাকার জন্য তৈরি রয়েছি ৷"

উত্তর 24 পরগনার শ‍্যামনগরে রত্নেশ্বর শ্মশান ঘাটে পিস হেভেনের উদ্বোধনে ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং

এদিকে, একসময়ের 'শত্রু', এখন 'মিত্র' জ্যোতিপ্রিয় মল্লিকের বিপদের সময়ে পাশে থাকার বার্তা দিয়ে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "শত্রুর বিপদের সময়েও পাশে থাকতে হয় । আমার সঙ্গে পরিচয় রয়েছে । এমন কোনও ব‍্যক্তি যদি কখনও বিপদে পড়ে তাহলে অবশ্যই পাশে দাঁড়াব ৷"

অন‍্যদিকে, জ‍্যোতিপ্রিয় কাণ্ডে দলের এড়িয়ে যাওয়ার প্রসঙ্গে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, "যে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, করুক । আমি তো সরাসরি বলছি, উনি যেদিন জেল হেফাজতে যাবেন, সেদিন আমি ওর সঙ্গে দেখা করতে যাব ৷"

আরও পড়ুন:'জ্যোতিপ্রিয়র দুর্নীতির দায় তাঁর নিজস্ব', দায় ঝাড়লেন কাকলি

ABOUT THE AUTHOR

...view details