ব্যারাকপুর, 2 নভেম্বর: কখনও নতুন-পুরনো তৃণমূল তত্ত্ব ! আবার কখনও দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা ! জ্যোতিপ্রিয় কাণ্ডে যখন তৃণমূল নেতৃত্বের একাংশ দলের থেকে তাঁর দূরত্ব তৈরি করতে চাইছেন । তখন কিন্তু এসবের পরোয়া না করে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার আশ্বাস দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । শুধু আইনি সাহায্য করাই নয়, ইডি হেফাজত থেকে যখনই প্রাক্তন খাদমন্ত্রী জেল হেফাজতে যাবেন, তখনই অর্জুন সিং জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়ে দিয়েছেন । যা ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ।
বৃহস্পতিবার উত্তর 24 পরগনার শ্যামনগরে রত্নেশ্বর শ্মশান ঘাটে পিস হেভেনের উদ্বোধন করতে আসেন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় কাণ্ডে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি । এমনকি রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হলেও জ্যোতিপ্রিয় মল্লিক ভালো মানুষ ছিলেন বলে মনে করেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা ।
এই বিষয়ে অর্জুন সিং বলেন, "উনি (জ্যোতিপ্রিয়) একজন ভালো মানুষ । যেদিন ওঁকে জেল হেফাজতে পাঠানো হবে ।সেদিনই আমি ওঁর সঙ্গে জেলে গিয়ে দেখা করব । পাশে দাঁড়াব । ওঁর যদি কোনও আইনি সহায়তার প্রয়োজন হয়, সেটা দিয়ে ওঁকে সাহায্য করব ৷"
তৃণমূল ছেড়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । বিভিন্ন সময়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণও করতে দেখা যায় । কখনও 'গুন্ডা', কখনও 'ক্রিমিনাল' বলে অর্জুন সিং-কে কটাক্ষও করেছিলেন তিনি । যদিও পরবর্তী সময়ে অর্জুন সিং বিজেপি ছেড়ে তাঁর পুরনো দলে ফিরে আসেন ।