পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arjun Singh : 'যোগ্য ব্যক্তিকে জায়গা দিতে হবে', সংগঠন নিয়ে ফের সরব অর্জুন - চটকল শিল্পের দুরাবস্থা নিয়ে অর্জুনের নিশানায় বঙ্গ বিজেপি

সংগঠন যে সঠিক পথে চলছে না, সেটা আমি আগেই বলেছি । সংগঠনে শক্তি বাড়াতে হলে বিজেপিকে সংগঠন গোছাতে হবে । মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh target BJP in Bengal) ।

Arjun Singh news
চটকল শিল্পের দুরাবস্থা নিয়ে অর্জুনের নিশানায় বঙ্গ বিজেপি

By

Published : May 20, 2022, 5:41 PM IST

ব‍্যারাকপুর, 20 মে : "যে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নিতে হবে । সেখানে নেতা-মন্ত্রীদের পরিবর্তে যখনই রাজনৈতিক সিদ্ধান্তের ভার আমলাদের উপর ছেড়ে দেওয়া হবে, তখনই মানুষের সমস্যা বাড়ে ।" চটকল শিল্পের দুরাবস্থা নিয়ে ফের একবার সরব হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh target BJP in Bengal) । শুক্রবার মজদুর ভবনে সাংবাদিক সম্মেলনে করে তিনি বলেন, "পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই প্রথম ধাপ হিসেবে জয় আমাদের । তবে দ্বিতীয় ধাপ হিসেবে যতক্ষণ না শ্রমিকদের বকেয়া বেতন, বন্ধ চটকল শিল্প খোলার ব‍্যাপারে সামগ্রিক কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ততক্ষণ বস্ত্র মন্ত্রকের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে ৷"

এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের বিরুদ্ধে সরব হয়েছিলেন অর্জুন সিং । মূলত তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং সেই দফতরের সচিব । শুধু বস্ত্র মন্ত্রকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়াই নয়, বঙ্গ বিজেপি নেতৃত্বের দক্ষতা নিয়েও রীতিমতো প্রশ্ন তুলেছিলেন । শেষে তাঁর মানভঞ্জনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উদ্যোগী হন ।

আরও পড়ুন :ভুল করলে বলতেই হবে, জুট শিল্প নিয়ে বস্ত্রমন্ত্রককে বিঁধলেন অর্জুন সিং

দিল্লিতে বস্ত্রমন্ত্রকের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত অর্জুনের চাপে পিছু হটতে বাধ্য হন কেন্দ্রীয় সরকার । তুলে নেওয়া হয় পাটের দামের ঊর্ধ্বসীমা । সেই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে এদিন ব‍্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, "এর মধ্য থেকে প্রমাণ হল যে ইস্যু নিয়ে সরব হয়েছিলাম, তা সঠিক ছিল । প্রথম ধাপ এগোনো গিয়েছে । এবার এগোতে হবে দ্বিতীয় ধাপের জন্য । অর্থাৎ ট্যারিফ কমিশন লাগু করা । কেন্দ্রীয় সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটি যতক্ষণ চটকল শিল্প এবং শ্রমিকদের বাঁচাতে উদ্যোগী হচ্ছে, ততক্ষণ আন্দোলন জারি থাকবে ৷"

চটকল শিল্পের দুরাবস্থা নিয়ে অর্জুনের নিশানায় বঙ্গ বিজেপি

সাংবাদিক সম্মেলনে এদিন আবারও বঙ্গ বিজেপির নেতৃত্বের দক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং । তাঁর কথায়, "যোগ্য ব‍্যক্তিকে যোগ্য জায়গা দিতে হবে । দিতে হবে ক্ষমতাও । শুধু হাতে কলম দিলে চলবে না । কলমে কালিও ভরে দিতে হবে ৷" সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে অর্জুন সিং বলেন, "সংগঠন যে সঠিক পথে চলছে না, সেটা আমি আগেই বলেছি । শক্তি বাড়াতে হলে বিজেপিকে সংগঠন গোছাতে হবে । এটা সকলেই জানে । সবার মুখের কথাই আমি প্রকাশ্যে বলেছি । কেউ ঘরের চার দেওয়ালে বলছে । আমি সেটা সবার সামনে বলছি । এটাই তফাৎ"। সমস্ত বিষয়টিই দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details