ব্যারাকপুর, 28 মে: জনবহুল এলাকায় ভর সন্ধেবেলায় দিন কয়েক আগে দুষ্কৃতী তাণ্ডব দেখেছে ব্যরাকপুর ৷ এক সোনার দোকানে ঢুকে ডাকাতি করতে গিয়ে দোকান মালিকের ছেলেকে গুলি করেছে মেরেছে দুষ্কৃতীরা ৷ ব্যারাকপুর শিল্পাঞ্চল এমনিতেই দুষ্কৃতীতের আখড়া হিসেবে পরিচিত ৷ তার উপর এই ঘটনা এলাকার আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ তাঁর সাংসদীয় এলাকায় দুষ্কৃতীরাজ নিয়ে রবিবার মুখ খুলেছেন এলাকার সাংসদ অর্জুন সিং ৷ 2019 সালে বিজেপির টিকিটে জিতলেও বর্তমানে তিনি তৃণমূলে আছেন ৷
এদিন গারুলিয়া পৌরসভায় এক রক্তদান শিবিরে অর্জুন সিং বলেন, "যখন যেই দল শাসক হিসেবে থাকে, তখন দুষ্কৃতীরা তাদের ছাতার তলায় আসার চেষ্টা করে । আর শাসকদলে যারা থাকে তাদের ফিল্টার পেপার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ফিল্টার করে নেওয়ার জন্য ৷ দল ঠিক করে কাকে রাখবে কাকে ফেলে দেবে ৷ আমি রাজনীতি করার জন্য অনেক লোক আমার কাছে আসবে কিন্তু আমি যদি কোন পুলিশ অফিসারকে বলি, তাহলে সেই পুলিশ অফিসারের আরও দায়িত্ব এসে যায় । কারণ ফিল্টার পেপারটা ওনাদের কাছে বেশি থাকে । পুলিশকে কাজ করতে দিতে হবে ৷ পুলিশের কাজে বাধা দিলে হবে না ৷ ক্রাইমের সঙ্গে সমঝোতা করা যায় না ৷"