জগদ্দল, 22 ডিসেম্বর: ভিকি যাদব খুনে পাপ্পু সিং গ্রেফতার হতেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে আক্রমণ করে চলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম । এমনকি বিজেপি ছেড়ে সাংসদের তৃণমূলে ফিরে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদ্দলের বিধায়ক । এবার সেই বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ।
শুক্রবার সন্ধেয় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন,"সোমনাথ শ্যাম কোন হরিদাস পাল । তাকে ওর জবাব দিতে হবে ।" এমনকি জগদ্দলের বিধায়ককে চুনোপুঁটি ও ব্রয়লার মুরগি বলেও এদিন কটাক্ষ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন । সোমনাথ শ্যামকে নিশানা করে তিনি বলেন, "বামজমানায় বিদ্যুৎ গঙ্গোপাধ্যায়ের সময়ে শ্যামনগর এক্সাইড ব্যাটারিতে ঠিকাদারি করতেন । বামেদের সঙ্গে লড়াই করে তিনি কাউন্সিলর থেকে বিধায়ক এবং বিধায়ক থেকে সাংসদ হয়েছেন । কিন্তু এখন যিনি বড় বড় কথা বলছেন তিনি 2010 সালের পৌরসভা নির্বাচনে আমার কাছে হেরে দলের প্রতীক বিক্রি করেছিলেন । দলের গাইডলাইন না মেনে বিধায়ক হয়ে যেভাবে একজন সাংসদের বিরুদ্ধে সোমনাথ শ্যাম বলছে, একথা দলকে জানিয়েছি । কিন্তু দল কেন তাঁর ব্যবস্থা নিচ্ছে না, জানি না । তাই আমি বাধ্য হচ্ছি মুখ খুলতে ।"
অর্জুন সিংয়ের বক্তব্য,"পুলিশ যাকে ভিকি যাদব খুনের ঘটনায় মূল চক্রান্তকারী বলেছিল সেই পঙ্কজের সঙ্গে পাপ্পুর কোনও যোগ এদিন আদালতেও পুলিশ দেখাতে পারেনি । এই অপরাধীকে জন্মদিনে কেক কেটে খাওয়াচ্ছে জগদ্দলের বিধায়ক সেই ছবি আমি সংবাদমাধ্যমকে দিয়েছি । তাহলে যদি পাপ্পু সিংকে গ্রেফতার করা হয় তাহলে সোমনাথ শ্যামকে কেন গ্রেফতার করা হবে না । পাপ্পুকে গ্রেফতারের ঘটনায় তাই চক্রান্ত হয়েছে সেটা বোঝাই যাচ্ছে । কোন মাথা এর পিছনে কাজ করছে সেটা সর্বোচ্চ নেত্রীকে বলেছি তদন্ত করে দেখতে । আসলে দলের অভ্যন্তর থেকেই তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে ।"
তাঁর কথায়,"কোনও কেন্দ্রীয় এজেন্সিকে ভয় না পেয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি । সেদিন থেকেই এদের তোলাবাজি, লোহাচুরি, লুটপাট, হেরোইন বিক্রি সবটাই প্রায় বন্ধের দিকে । সময়ে সমস্ত কথা দিদিকে জানিয়েছি । দলের এটার দেখা দরকার আছে ।"