ব্যারাকপুর, 12 মে : আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাচরাপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের 116 নম্বর বুথে ছিল পুনর্নির্বাচন । সেখানে উপস্থিত হয়েছিলেন BJP প্রার্থী অর্জুন সিং ।
উনি প্রধানমন্ত্রীর গাড়ির তল্লাশি নেবেন, মুকুল রায়তো পরের কথা : অর্জুন - north 24 parganas
ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের 116 নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচনে এসে মুকুল রায়ের গাড়ির তল্লাশি নিয়ে বললেন BJP প্রার্থী অর্জুন সিং ।
BJP প্রার্থী অর্জুন সিং
আজ বিমানবন্দরে BJP নেতা মুকুল রায়ের গাড়ি আটকায় পুলিশ । তারপর আবার বাগুইআটি এলাকায় তাঁর গাড়ি থামায় পুলিশ । চালানো হয় তল্লাশি । এই বিষয়ে প্রশ্ন করা হয় অর্জুন সিংকে । তিনি বলেন, "তৃণমূলনেত্রী এখন বলছেন, প্রধানমন্ত্রীর গাড়ির তল্লাশি নেবেন । মুকুল রায়তো অনেক পরের কথা । উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সব কিছু করতে পারেন । যেহেতু ওঁর পায়ের তলার মাটি নেই । ক্ষমতা হাত থেকে চলে যাচ্ছে । এই ভয়ে এখন উনি পুলিশকে ব্যবহার করে যাতা করাচ্ছেন ।"