পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tmc joining : বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়ার 3 বিদায়ী কাউন্সিলর - Jyotipriya Mallick

ভাটপাড়া পৌরসভায় বিজেপিতে ভাঙন ৷ ওই পৌরসভার 3 বিদায়ী কাউন্সিলর গতকাল সন্ধ্যায় তৃণমূলে যোগ দিলেন ৷ সেই সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাও তৃণমূলে যোগ দিয়েছেন ৷ প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই নেতারা সকলেই অর্জুন সিং ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে ৷

arjun-singh-nearest-3-bjp-councilor-and-other-leaders-join-to-tmc-in-bhatpara-north-24-pargana
বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়ার 3 বিদায়ী কাউন্সিলর সহ অন্য়ান্যরা

By

Published : Aug 9, 2021, 4:57 PM IST

ভাটপাড়া, 9 অগস্ট : ভাটপাড়ায় বিজেপিতে বড় ভাঙন ৷ অর্জুন সিং (Arjun Singh) ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভা (Bhatpara Municipality)-র বিজেপি (BJP)-র তিন বিদায়ী কাউন্সিলর সদলবলে তৃণমূলে যোগ দিলেন ৷ রবিবার সন্ধ্যায় রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷ যেখানে ভাটপাড়া পৌরসভার 9নং, 11নং এবং 12নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর থেকে শুরু করে ওই অঞ্চলের বিজেপির সক্রিয় নেতা- কর্মীরাও ছিলেন ৷

বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরেই দলবদলের পালা শুরু হয়েছিল ৷ বিজেপি থেকে বহু নেতা-কর্মী তৃণমূলে যোগ দিতে হত্যে দিয়ে পড়েছিলেন ৷ কিন্তু, বিধানসভা ভোটের আগে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল ৷ তাই ভোটে জেতার পর সেই সব নেতা-কর্মীদের দলে ফেরানো নিয়ে অনেক বেশি সাবধানী ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জানিয়ে দিয়েছিলেন, যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁদের মধ্যে বাছাই করে তৃণমূলে ফেরানো হবে ৷ সেই মতো পরিকল্পনা করে মেপে পা ফেলছে তৃণমূল নেতৃত্ব ৷

বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়ার 3 বিদায়ী কাউন্সিলর সহ অন্য়ান্যরা

আরও পড়ুন : রাস্তার পাশের গাড়ি থেকে মিলল বোমা, ভাটপাড়ায় আতঙ্ক

আর সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার অর্জুন গড়ে ভাঙন ধরাল তৃণমূল ৷ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভার বিজেপির তিন বিদায়ী কাউন্সিলর এবার তৃণমূলে যোগ দিলেন ৷ যেখানে 9নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জ্যোতি সাউ এবং তাঁর স্বামী অরুণ সাউ, 11নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সোহনপ্রসাদ চৌধুরি এবং 12নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদব রবিবার সন্ধ্যায় তৃণমূলে যোগ দেন ৷ এছাড়াও ভাটপাড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল এবং বিজেপির যুব মোর্চার নেতা তরুণ সাউ তৃণমূলে যোগ দেন ৷ উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্য়োতিপ্রিয় মল্লিক তাঁদের হাতে দলের পতাকা তুলে দেয় ৷ ওই মঞ্চে তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক সহ জেলা নেতৃত্বের অনেকে উপস্থিত ছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details