পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arjun Singh on CBI: রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআই তৎপরতা, অভিযোগ অর্জুনের - অর্জুন সিং

রাজ্যে তৃণমূল সরকারের ভাবমূর্তিকে নষ্ট করতেই সিবিআই তৎপরতা বেড়েছে ৷ এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh Critisises CBI Raid)৷ এমনকি অর্জুন সিং (Arjun Singh) দাবি করেন, আগামিদিনে তাঁকে এবং পার্থ ভৌমিকের বাড়িতেও সিবিআই তল্লাশি চালাতে পারে ৷

arjun-singh-critisises-cbi-raid-on-tmc-leaders-house
Arjun Singh Critisises CBI Raid on TMC Leaders House

By

Published : Sep 6, 2022, 6:38 PM IST

বারাসত, 6 সেপ্টেম্বর: সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে ৷ সেই কারণেই বেছে বেছে তৃণমূল নেতা ও বিধায়কদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Arjun Singh Critisises CBI Raid) ৷ চিটফান্ড কাণ্ডে হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ মঙ্গলবার দুপুরে বারাসতে উত্তর 24 পরগনার জেলাশাসকের অফিসে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ বৈঠক শেষে বেরিয়ে সিবিআই এবং ইডি তৎপরতা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন অর্জুন সিং ৷

অর্জুন সিং বলেন, ‘‘রাজু সাহানি, সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই ৷ আগামিকাল অর্জুন সিং, পার্থ ভৌমিকের বাড়িতে সিবিআই আধিকারিকরা এসে যে তল্লাশি চালাবে না, এর নিশ্চয়তা কোথায়ও রয়েছে ৷ সবটাই চলছে রাজ্য সরকারের ভাবমূর্তিকে কলঙ্কিত করতে ৷’’ বিজেপি-তৃণমূল দুই ভিন্ন রাজনৈতিক দলে স্বমহিমায় থাকার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়ে দু’রকম মত পোষণ করার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে অর্জুন সিং বলেন, ‘‘রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যেরকম, তখন সেরকম অবস্থান নিতে হবে ৷ এর মধ্যে নতুন তো কিছু নেই ৷’’

রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআই তৎপরতা, অভিযোগ অর্জুনের

আরও পড়ুন:অনুব্রতর আরও সম্পত্তির 'হদিশ' পেল সিবিআই

এ দিনের প্রশাসনিক বৈঠকে সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের সেচ এবং জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূলের দুই বিধায়ক নারায়ণ গোস্বামীরা ৷ বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রী পার্থ ভৌমিকও সিবিআই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এর মধ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা, সে বিষয়ে মন্ত্রী পার্থ ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা কিছু বলছি ন ৷ যা বোঝার বাংলার মানুষ বুঝতে পারছেন ৷ ভারতবর্ষের মানুষও বুঝতে পারছে ৷ তাই, আলাদা করে বলার কিছু নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details