পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমি মামলা করলে বাঁচতে পারবেন না দিদিমণি", চ্যালেঞ্জ অর্জুনের - politics

জগদ্দলের ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অর্জুন সিং বলেন, " আমি যেদিন মামলা করব সেদিন মমতা ব্যানার্জি বাঁচতে পারবেন না ৷দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে ৷ জয়ললিতা হতে হবে ৷"

অর্জুন সিং

By

Published : Sep 4, 2019, 3:26 AM IST

Updated : Sep 4, 2019, 7:36 AM IST

ভাটপাড়া, 4 সেপ্টেম্বর : জগদ্দলে যা ঘটেছে তার জন্য তাঁকে ও ছেলে পবন সিংকেই দায়ি করেছেন ADG আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ৷ এই বয়ানে তিনি মর্মাহত ৷ এক সাক্ষাৎকারে জানালেন BJP সাংসদ অর্জুন সিং ৷

তিনি বলেন, "ADG আইনশৃঙ্খলা তৃণমূলের মুখপাত্র হয়ে গেছেন ৷" ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও আক্রমণ করেন তিনি ৷ বলেন," সেদিন সবাই দেখেছে মনোজ ভার্মা অবরোধ তুলতে এসেই মারধর করতে শুরু করেন ৷" এই ধরনের ঘটনা আগে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, "আমরা বাম জমানায় আন্দোলন করেছি । কিন্তু, সেই সময় পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে কথা বলে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করত ।" কিন্তু, ব্যারাকপুরের পুলিশ কমিশনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করেছিল বলে অভিযোগ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ কয়েকদিন আগে একই অভিযোগ করেছিলেন মুকুল রায়ও ৷

অর্জুন সিংয়ের বক্তব্য
এদিকে জগদ্দলের ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে । সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো অনেক আগেই চ্যালেঞ্জ করেছি, আমার বিরুদ্ধে একশো মামলা করুন ৷ মামলার পর মামলা দিয়ে যান ৷ আমি লড়ব ৷ কিন্তু, আমি যেদিন মামলা করব সেদিন মমতা ব্যানার্জি বাঁচতে পারবেন না ৷" বলেন, "দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে ৷ জয়ললিতা হতে হবে ৷"

রবিবার পুলিশ ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল ৷ মাথা ফাটে অর্জুন সিংয়ের ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি । ওই অবস্থাতেই বিভিন্ন হাসপাতালে গিয়ে জখম কর্মীদের দেখতে যান ৷

Last Updated : Sep 4, 2019, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details