মধ্যমগ্রাম, 3 জানুয়ারি : ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের ৷ কয়লা ও গোরু পাচার কাণ্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন তিনি ৷ বলেন, "গোরু, কয়লা পাচারের টাকা পুলিশি এসকর্ট করে পৌঁছে যাচ্ছে ভাইপোর বাড়িতে ৷ পাচারের হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে অভিষেক বন্দোপাধ্যায়ের নামে জমা করছেন ভাইপোর ডানহাত বিনয় মিশ্র । সেই টাকায় পৃথিবীর 30টি দেশে বাড়ি কেনা হয়েছে ভাইপোর নামে ।"
উল্লেখ্য, রবিবার সকালে মধ্যমগ্রামে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করে আরও বলেন, "বিনয় মিশ্র আগে গৃহ শিক্ষকতা করতেন । ভাইপোর সংস্পর্শে এসে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন । কয়লা, গোরু পাচারে জড়িত বিনয় মিশ্র দেশ ছেড়ে এখন দুবাইয়ে রয়েছেন । আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী-র নামে বিদেশে কোটি কোটি টাকা জমা করছেন ৷"এই প্রসঙ্গে তিনি আরও বলেন,"ব্যাংককের নাগরিকত্ব পেতে অসুবিধে হয়না । কারণ ওখানে কেউ মারা গেলে তাঁর আইডেন্টিটি বিক্রি হয় । সেই আইডেন্টিটি নিয়ে যে কেউ ডকুমেন্ট তৈরি করে সহজেই নাগরিকত্ব পেয়ে যেতে পারেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীও সেই ভাবে ব্যাংককের নাগরিকত্ব পেয়েছেন । নাগরিকত্ব হওয়ায় এখান থেকে কোটি কোটি টাকা থাইল্যান্ডে জমা পড়ছে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী-র নামে ।"