ব্যারাকপুর, ৭ এপ্রিল : "BJP যদি আমাকে বীরভূম জেলার দায়িত্ব দেয় তাহলে আমি অনুব্রতকে তৃণমূল থেকে নির্মূল করে দেব।" আজ ভোটের প্রচারে গিয়ে একথা বলেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং।
অনুব্রতকে তৃণমূল থেকে নির্মূল করে দেব : অর্জুন সিং - anubrata
আজ ভোটের প্রচারে গেছিলেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং।
5 এপ্রিল বারাসত আদালতে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তখন তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়া অর্জুন সিং প্রসঙ্গে অনুব্রত বলেন, "অর্জুন সিং বাঘ নয়। তিনি আগে নিজের এলাকা সামলান। পরে লোকসভা সামলাবেন।" এই প্রসঙ্গে আজ অর্জুনবাবু বলেন, "বীরভূমে কারা পুলিশ দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে সবাই জানে। গতকাল নৈহাটিতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ওখানকার চেয়ারম্যান মানুষকে কীভাবে ধমকেছেন, সবাই দেখেছে।"
অর্জুন আরও বলেন, "ভোটের জন্য বিভিন্ন এলাকায় প্রচার করতে হচ্ছিল। তাই নিজের এলাকায় সময় দিতে পারছিলাম না। আজ নিজের এলাকায় প্রচার করছি। এলাকার মানুষজন আমাকে ফুল, মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন। এতে আমি অত্যন্ত খুশি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রত্যেকটি জায়গায় আমার যাতায়াত আছে। তাই সকলেই আমাকে চেনেন ও জানেন। নির্বাচনে জেতার ব্যাপারে আমি 200 শতাংশ আশাবাদী।"