আমডাঙা, 22 জুন: মৃত BJP-কর্মীর পরিবারকে 10 লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন অর্জুন সিং । আজ আমডাঙায় মৃত BJP-কর্মী নাজমুল করিমের বাড়িতে যান সাংসদ । মৃতের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি ।
নাজমুল করিমের বাড়ি থেকে ফেরার সময় অর্জুন বলেন, "ভাটপাড়ায় মৃত দুই ব্যক্তির পরিবারকে যেভাবে সাহায্য করা হয়েছে, সেভাবেই নাজমুলের পরিবারকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করা হবে ।" BJP-কর্মীকে খুনের ঘটনায় আজ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে । ধৃতের নাম মহম্মদ রাকেশ । আমডাঙায় BJP-কর্মীকে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন BJP সাংসদ । তিনি জানান, আমডাঙার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও IC- বিরুদ্ধে লোকসভায় "প্রিভিলেজ মোশন" আনা হবে ।