পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Argument Between Police and Councillor: তৃণমূল কাউন্সিলরকে ধমক থানার আইসি'র, প্রশংসায় অর্জুন সিং - tmc worker killed at titagarh

শুক্রবার টিটাগড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে খুন হয় এক তৃণমূল কর্মী ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খড়দা থানার আইসি রাজকুমার সরকার ।

ETV Bharat
খড়দা থানার আইসির সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বিবাদ

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 3:59 PM IST

খড়দা থানার আইসির সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বিবাদ

ব‍্যারাকপুর, 30 অক্টোবর: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে টিটাগড়ে শাসকদলের এক কর্মীর খুন হওয়ার ঘটনায় খড়দা থানার আইসি-র সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর সোনু সাউ । সেই ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে । সেই ভিডিয়োতে খড়দা থানার আইসি রাজকুমার সরকারকে দেখা যাচ্ছে রীতিমতো আঙুল উঁচিয়ে তিনি ধমক দিচ্ছেন টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনু সাউকে । এমনকি জনপ্রতিনিধি হিসেবে তাঁর দায়িত্ব এবং কর্তব্যও মনে করিয়ে দিয়েছেন আইসি। যা ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে । খড়দা থানার আইসি-র ভূমিকার প্রশংসা করে নাম না করে দলীয় কাউন্সিলরের সমালোচনা করেছেন ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। আইসির ভূমিকার প্রশংসা করেও এই ইস্যুতে শাসকদলকে কটাক্ষ করতে ভোলেননি বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র ।

ঘটনার সূত্রপাত ভাড়াটিয়ার ঘরে তালা মারাকে কেন্দ্র করে । যার জেরে সংঘর্ষ বাঁধে শাসকদলের দুই কাউন্সিলর সোনু সাউ এবং বিকাশ সিংয়ের অনুগামীদের মধ্যে। সেই সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ যায় আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মীর । এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় পৌরসভার পুরানি বাজার এলাকা । পরিস্থিতি সামাল দিতে গিয়ে তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খড়দা থানার আইসি রাজকুমার সরকার । প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরকে ধমক দিয়ে আইসি বলেন,'তুমি তালা মারার কে ? যদি কেউ ক্রাইম করে থাকে তুমি অভিযোগ করবে ? তা না করে রংবাজি করছ,আবার তালাও মারছ ! লোকের বাড়ি তালা মারাটাকে কী বলে ? জনপ্রতিনিধির এটা কাজ নয় !"এরই মাঝে কাউন্সিলর সোনু সাউ পাল্টা আইসি-র উদ্দেশ্যে বলতে থাকেন,"আপনি এসে আমাকে ধমকাবেন । এটা ঠিক নয় । আমরাও তৃণমূল দলটা করি ৷"

এর প্রত্তুতরে আইসি চিৎকার করে কাউন্সিলরকে বলেন,"আপনার কথা শোনার জন্য আমি বসে নেই । তোমার মতো আমার 44 জন কাউন্সিলর রয়েছে । তাই আমাকে ধমকিয়ে কোনও লাভ নেই । কাউন্সিলর হয়ে তোমরা দু'জনে মারপিট করছো, নির্লজ্জের মতো । তোমরা পাবলিক রিপ্রেজেন্টটিভ । তোমরা গুন্ডা নয় । অথচ আজকে তোমরা যে আচরণ করলে সেটা গুন্ডাদের থেকে কম নয় ৷ " আইনশৃঙ্খলা নিয়েও পালটা কাউন্সিলরকে পাঠ দিতে দেখা যায় খড়দা থানার আইসি-কে। এমনকী নির্বাচনের আগে দুই কাউন্সিলরের মতভেদ বসে মিটিয়ে নেওয়ার পরামর্শও দিতে দেখা গিয়েছে আইসি রাজকুমার সরকারকে । আর দাবাং আইসি-র এই ভূমিকা ছুঁয়ে গিয়েছে শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের । প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে আইসি রাজকুমার সরকারকেও ।

আরও পড়ুন: তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, টিটাগড়ে মৃত 1

এই বিষয়ে ব‍্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিং বলেন,"কী নিয়ে এই ঘটনা, সেটা এখনই বলা সম্ভব নয় । সংবাদ মাধ্যমেই দেখলাম, খড়দার আইসি ধমক দিচ্ছে। সমস্যা হল, যারা কোনওদিন রাজনীতিতে আসেনি তারা যখন রাজনীতিতে আসছে তখন অতীত ভুলে যাচ্ছে । এই আইসি-কে এর আগেও প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল দলের কাউন্সিলররা যেন তোলাবাজির সঙ্গে যুক্ত না হয় । আমি ওর (রাজকুমার) ট্র্যাক রেকর্ড দেখেছি । ও একজন অ্যান্টি ক্রিমিনাল অফিসার । ওর নামডাক রয়েছে । ভালো অফিসার সে । ওর উপর যদি কোনও চাপ না থাকে তাহলে ও নিশ্চয় এই ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করতে পারবে । ব্যারাকপুরে সাংসদ হলেও দল এবং প্রশাসন আমি দেখি না । ওটা তাপস রায়-সহ আরও কয়েকজন দেখেন । তবে এটুকু বলব, একজন নিরীহ মানুষ মারা গেল। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমানসে ৷"

আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় টোটোয় বন্ধুকে কুপিয়ে খুন! ঘটনা ফের টিটাগড়েই

এদিকে,খড়দা থানার আইসি-র ভূমিকার প্রশংসা করেছে গেরুয়া শিবিরও । এই বিষয়ে বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র জানান, "ওনার ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য । তবে, তিনি যেভাবে শাসকদলের একজন নেতার মতো কাউন্সিলরকে দলীয় বিষয়টি বোঝাচ্ছেন তার তীব্র নিন্দা করছি আমরা । তৃণমূল দলের এতটাই দৈনদশা যে থানার আইসিকে-ও নামতে হচ্ছে সংগঠনের কাজে ৷"

ABOUT THE AUTHOR

...view details