ইছাপুর, 15 ডিসেম্বর:1986 সাল থেকে আর্জেন্তিনার ফুটবল প্রেমে পাগল শিবা পাত্র। নিজের দোতলা বাড়ির ভিতরে এবং বাইরে নীল সাদা-রং করেছেন। এছাড়াও ঘরের আলমারি, সিলিং ফ্যান, ঠাকুরের আসন পর্যন্ত নীল-সাদা রং করে ফেলেছেন। নিজে যেমন আর্জেন্তিনার জার্সি পড়ে ঘুরে বেড়ান তেমনই তাঁর স্ত্রী, ছেলে-মেয়ে, জামাই সবারই আর্জেন্তিনার নীল-সাদা রঙের জামাকাপড় ও চাদর রয়েছে (Argentinas Fan of Ichapur)।
এই চায়ের দোকান থেকে রোজগার করে আর্জেন্তিনার ফ্ল্যাগ, ফেস্টুন, মেসি ও মারাদোনার ছবি দিয়ে এলাকা সাজিয়েছেন। 2022-এর ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তাঁর। সেমতো টাকাও জমিয়েছিলেন। কিন্তু অবশেষে খেলার টিকিট না-মেলায় সেই পয়সা দিয়ে মেসির (Lionel Messi) মূর্তি বানিয়ে দোকানের পাশে বসিয়েছেন। তাঁর এই কর্মকাণ্ড ও আর্জেন্তিনার প্রতি ভালোবাসা ইতিমধ্যে অনেকেই জানেন। এলাকার লোকজন শিবাদাকে দেখে আরও বেশি আর্জেন্তিনার ভক্ত হয়ে উঠেছেন। দোকানে চা খেতে আসা লোকজন থেকে প্রতিবেশীরা এই ভালোবাসা ও পাগলামি দেখে তাঁকে আরও শ্রদ্ধা করেন।